দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘হেয়ার অ্যান্ড বিউটি ফেস্ট ২০২৪’। ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০১৪। বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর (বিএসওএবি) আয়োজনে।
এ উপলক্ষ্যে ২৯ জানুয়ারি ২০২৪, সোমবার, বিকাল ৩টায় এ.এস. মাহমুদ সেমিনার হলে আয়োজিত হবে সংবাদ সম্মেলন। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসওএবি’র প্রেসিডেন্ট কানিজ আলমাস খান; সেক্রেটারি সুমনা হাসান; অ্যাসিস্টেন্ট সেক্রেটারি শারমিন কচি; ভাইস-প্রেসিডেন্ট নেলুফার খন্দকার ও গীতি বিল্লাহ; ইভেন্ট সেক্রেটারি কাজী কামরুল ইসলাম; অ্যাসিস্টেন্ট ইভেন্ট সেক্রেটারি রাজিয়া সুলতানা; এবং ট্রেজারার সায়েরা মঈন প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসওএবি-এর প্রধান উদ্দেশ্য শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিউটি ইন্ডাস্ট্রির উদ্যমী নারীদের ক্ষমতায়ন করা। অনুষ্ঠিতব্য ফেস্ট-এর মূল লক্ষ্য হলো, সেসব নারীদের দক্ষতা ও আত্মবিশ্বাসের সঙ্গে একটি সম্ভাবনাময় ভবিষ্যত গড়তে সাহায্য করা।
অনুষ্ঠান বিবরণী:
‘বিএসওএবি আয়োজিত সংবাদ সম্মেলন’
তারিখ: ২৯ জানুয়ারি ২০২৪, সোমবার।
সময়: বিকাল ৩টা।
স্থান: এ.এস. মাহমুদ সেমিনার হল (লেভেল ৩), ডেইলি স্টার, ৬৪, ৬৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।
প্রয়োজনে যোগাযোগ: মোস্তফা রনি, মিডিয়া ম্যানেজার
ফোন: +৮৮ ০১৭ ৫৭৪০ ৪২৮৮
ইমেইল: rony.mq1@gmail.com
- ক্যানভাস অনলাইন