skip to Main Content

ইভেন্ট

ক্লাবহাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু
১১ মে নগরীর যমুনা ফিউচার পার্কে ফ্যাশন ব্র্যান্ড ক্লাবহাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই উপলক্ষে সন্ধ্যা ৬টায় উন্মুক্ত ফ্যাশন শোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী জন গান পরিবেশন করেন। গানের সঙ্গে গ্রীষ্ম এবং আসন্ন ঈদের নতুন ডিজাইনের আকর্ষণীয় পোশাকে দর্শকদের সামনে হাজির হন মডেলরা। এসব পোশাক পাওয়া যাবে ক্লাবহাউজের বসুন্ধরা সিটি শপিং মল, ওয়ারী ও যমুনা ফিউচার পার্কের শোরুমে।
আপাতত বেসিক, ক্যাজুয়াল, প্রিমিয়াম ও হেরিটেজ- এই চার ধরনের প্রডাক্ট লাইনের নামকরণ করা হয়েছে বড়াল, আত্রাই, মগরা, কালিন্দী নদীর নামে; যা নদীমাতৃক বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
মৌলিক ও আরামদায়ক (বেসিক) পোশাকের ক্যাটাগরি বড়াল। আড়াই হলো ক্যাজুয়ার পোশাকের কালেকশন। প্রিমিয়াম প্রডাক্ট লাইনের নাম মগরা। বাংলাদেশের হেরিটেজ টেক্সটাইলে তৈরি অর্গানিক প্রডাক্ট লাইন নিয়ে সাজানো হয়েছে কালিন্দী।

লা রিভের ঈদ ফ্যাশন শো
ঈদ উপলক্ষে নতুন পোশাক প্রদর্শনী করেছে লা রিভ। ১২ মে যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় তলায় লা রিভ স্টোরে এটি অনুষ্ঠিত হয়। দেশীয় ঐতিহ্য ও আন্তর্জাতিক চলের সংমিশ্রণের এই পোশাক ব্র্যান্ডের কালেকশনে এবার যুক্ত হয়েছে নন্দনতত্বের প্রিন্টিংস, প্যাটার্নস, সিলোটিস ও স্টাইলসের সমন্বয়। সঙ্গে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, লা রিভ ঈদ ফেস্টিভ টেলস-২০১৮ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। প্রদর্শনীর বিভিন্ন পোশাক হলো মেয়েদের জন্য নতুন সংযোজন করা রিওয়ার্কড শার্টস, অ্যাসিম্যাট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস এবং বিভিন্ন লেয়ারিং ড্রেস। ছেলেদের নান্দনিক মোটিফ সমৃদ্ধ পাঞ্জাবি, চেক ও স্ট্রাইপের পাশাপাশি ডিজিটাল প্রিন্টের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়াল শার্ট ও গ্রাফিক শার্ট, পোলো শার্ট, ট্রপিক্যাল প্রিন্ট হ্যানলি, ডেনিমস, ডাই’ড চিনোস ফর ক্যাজুয়াল, অন্যান্য সুপার সিøম বটমসসহ শিশুদের পোশাকও পাওয়া যাবে।
২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভের পোশাক পাওয়া যাবে ঢাকাসহ অন্যান্য বিভাগের আউটলেটগুলোতে। এ ছাড়া পণ্য পাওয়ার পর দাম পরিশোধের সুবিধার জন্য ক্যাশ অন ডেলিভারিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও সব ধরনের পোশাক কিনতে পারবেন ক্রেতারা।

গুলশানে ইয়েলোর ফ্ল্যাগশিপ
রাজধানীর গুলশানে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইয়েলোর ফ্লাগশিপ শোরুম। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গুলশান অ্যাভিনিউ আজাদ মসজিদের বিপরীতে নতুন এই আউটলেট উদ্বোধন করেন। দশ হাজার বর্গফুটের ইয়েলোর এই ফ্লাগশিপ শোরুমে সব বয়সী ক্রেতাদের জন্য থাকছে পোশাক ও অ্যাকসেসরিজ। অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান এ এস এফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালক শাহরিয়ার রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভেদ হুসাইন, ইয়েলোর নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, হেড অব রিটেইল হাদি এস এ চৌধুরীসহ গণমাধ্যমব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন উপলক্ষে শেহরিয়ার বার্নি বলেন, আমার বিশ্বাস, ইয়েলোর গুলশান ফ্লাগশিপ শোরুম ফ্যাশন-সচেতন সব ক্রেতাকে আকর্ষণ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই শোরুমে থাকছে পারসোনাল শপিং কর্নার। আন্তর্জাতিক মানে সাজানো এই শোরুমে কেনাকাটায় ক্রেতাদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা।

যমুনা ফিউচার পার্কে টুয়েলভ
যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভের চতুর্থ আউটলেট। ১১ মে অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমা নতুন এই শাখার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন টুয়েলভের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন উপলক্ষে এই দিন সব পণ্যের ওপর ১৫ শতাংশ ছাড় রাখা হয়। ফ্যাশন ব্র্যান্ডটির নতুন কালেকশন ক্রেতাদের সামনে তুলে ধরতে ১২ মে আয়োজন করা হয় ফ্যাশন শোর। টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১২ সালে পথচলা শুরু এই ফ্যাশন ব্র্যান্ডের। এরই মাঝে উত্তরা, ধানমন্ডি, মিরপুর ও বনশ্রীতে নিজেদের আউটলেট নিয়ে হাজির হয়েছে টুয়েলভ।

ধানমন্ডিতে মিনিসোর চতুর্থ স্টোর
২০১৩ সালে জাপানের জনপ্রিয় ফাস্ট ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড মিনিসোর যাত্রা শুরু টোকিওতে। সাশ্রয়ী দামে ভালো পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে ৮১টি দেশে তিন হাজারের বেশি স্টোর রয়েছে প্রতিষ্ঠানটির। এটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৭ সালে। উচ্চমানের জীবনযাপনে ভোক্তাদের জন্য এবার ধানমন্ডিতে উদ্বোধন হলো চতুর্থ আউটলেট। ১১ মে সন্ধ্যায় জাপানি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র টাইকো ড্রামিংয়ের আওয়াজ দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর রিবন কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিসো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ্যান্ড্রু শিয়ে, আন্তর্জাতিক অপারেশন ম্যানেজার অ্যালেন লিও। বাংলাদেশে মিনিসোর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও রিটেইল অপারেশন জন ফ্রেজারসহ অন্য কর্মকর্তারা। ধানমন্ডির সাতমসজিদ রোডে গ্রিন রওশন আরা টাওয়ারে প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধনে অতিথি ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল, মিনিসোর ইভেন্ট মিডিয়া সমন্বয়কারী এজেন্সি হিসেবে কাজ করছে ডিটেইল’স পিআর অ্যান্ড ক্রিয়েটিভ গ্যারেজ।
ক্রিয়েটিভ লাইফস্টাইল পণ্য, স্পোর্টস ফিটনেস, গ্যাজেটস, আইসিটি পণ্য এবং স্বাস্থ্য ও সৌন্দর্য, স্টেশনারি ও উপহার, খেলনাসহ বৈচিত্র্যপূর্ণ নানা কিছু পাওয়া যাবে মিনিসোতে। ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে জাপানি লাইফস্টাইল ডিজাইনার ব্র্যান্ডটির এ স্টোরে বিনিয়োগ করবে রিটেইল পাওয়ারের কর্ণধার মনিরুল ইসলাম ও ফারহান মনির।

সারার প্রথম শাখা
১২ মে বিকেল সাড়ে চারটায় ঢাকার মিরপুরে উদ্বোধন হয়েছে পোশাক ব্র্যান্ড সারার প্রথম শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের। আরও ছিলেন সারা লাইফস্টাইল লিমিটেড ও স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন নেসা, গ্রুপ অপারেশন পরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান, হেড অব ডিজাইনার কাশফীয়া নেহরীনসহ অন্য কর্মকর্তারা। সংগীতশিল্পী ঐশী, জেফার, প্রীতম রহমান, চিত্রনায়ক নিরব এবং অভিনেতা ফারুক আহমেদ ছিলেন অনুষ্ঠানে।
সারার পোশাকে মডেলদের ফ্যাশন শো দিয়ে আয়োজনটি শুরু হয়। শোতে হাঁটেন আজিম উদ্দৌলা, নাহিদ খান, আহনাফ, দোয়েল, অর্ক প্রমুখ। প্রতিষ্ঠানটির কালেকশনের পোশাক ডিজাইন করেছেন কাশফীয়া, স্বর্ণা, আরিফ, তানভির, তারেক, হাসিফ, মিম, মারজান শিমু। এরপর ফিতা ও কেক কেটে সারার প্রথম শাখার উদ্বোধন করেন সারা যাকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top