কেতাদুরস্ত শব্দটি খটমট শোনালেও এর আবেদন কিন্তু বেশ। টিপটপ অফিস লুক আত্মবিশ্বাস তৈরিতেও ভূমিকা রাখে। অফিসে যাওয়ার আগে তৈরি হওয়ার সময়ে ছোটখাটো কিছু বিষয় মনে রাখলে সহজেই অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করা সম্ভব।
• ফর্মাল শার্ট অফিসের জন্যে উপযুক্ত। আঁটসাট কিংবা ঢিলেঢালা নয়। মাপমতো শার্ট বেছে নেওয়াটাই জরুরি।
• জুতো ও বেল্টের রঙে সামঞ্জস্য গুরুত্বপূর্ণ। যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতো পরার চেষ্টা করা যেতে পারে।
• বড় মাপের ব্লেজ়ার বেমানান। অফিসে যদি ব্লেজ়ার পরতেই হয়, তাহলে সঠিক মাপের কেনা উচিত।
• ফুলহাতা শার্টের হাতা গুটিয়ে পরতে বেশ পছন্দ করেন অনেকে। তবে খেয়াল রাখতে হবে, হাতা দুটি যেন সমানভাবে গোটানো হয়। অসমানভাবে হাতা গোটালে দেখতে খারাপ লাগবে।
• যে ধরনের পোশাক পরছেন, সেই অনুযায়ী জুতো পরা উচিত। শার্ট-প্যান্টের সঙ্গে চটি বা স্পোর্টস শু পরে কাজে না বেরুলেই ভালো।
• সাজগোজের পাশাপাশি সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকা চাই। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিয়োডোর্যান্ট প্রয়োগ করতে ভুলবেন না। সারা দিন চনমনে থাকতে হলে পোশাকের উপরেও সুগন্ধি ব্যবহার অত্যাবশ্যক।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট