সকাল থেকে মেঘলা আকাশ। এই মেঘ তো এই বৃষ্টি। আবহাওয়ার খবরে শোনা যাচ্ছে বৃষ্টি হতে পারে বেশ কয়েক দিন। এমন সময়ে নিজের জন্যে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে এই আবহাওয়া হয়ে উঠতে পারে উপভোগ্য।
* ব্যাগে রাখতে পারেন একটি ছাতা। ওজনে হালকা হলে বহন করতে পারবেন সহজে। হুট করে ভিজে যাওয়ার শঙ্কা এতে কিছুটা হলেও কমবে।
* আলমিরা থেকে সিন্থেটিক ফ্যাব্রিকের পোশাকগুলো সামনের তাকে এনে রাখতে পারেন। সিল্ক, জর্জেট এ সময়ের জন্যে বেশ উপযোগী। ভিজে গেলেও সহজে শুকিয়ে নেওয়া যায়।
* গাঁঢ় রঙের পোশাক বেছে নিতে পারেন। নীল, মেরুন, সবুজ, বেগুনি এ সময়ে ভালো লাগবে। মেঘলা আবহাওয়ায় উজ্জ্বল যেমন দেখাবে, তেমনি মুহূর্তে ময়লা বসে যাওয়ার ভয় নিয়ে পা ফেলতে হবে না।
* জুতা ব্যবহারে সতর্ক হতে পারেন। পা ঢাকা জুতো পরতে পারেন। পা ভিজে যাওয়ার ভয় থাকলে প্ল্যাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি প্রোডাক্ট হতে পারে সমাধান।
* মেটালের গয়না পরলে খেয়াল রাখুন এর রং কতটা টেকসই। কাপড়ের তৈরি গয়না এ সময়ে ব্যবহার না করাই ভালো। ভিজে গেলে অযথা ঝক্কি পোহাতে হবে।
* সাজে পানিনিরোধক গুণসম্পন্ন প্রসাধন ব্যবহার করতে পারেন।
* একটি বড় রুমাল রেখে দিতে পারেন ব্যাগে। মাথা মুছে নেওয়ার দরকারে কাজে দিতে পারে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ