বছরের এই সময়ে গাঢ় রঙের প্রতি আগ্রহ বাড়তে দেখা যায়। এর পেছনে তাপমাত্রার প্রভাবটাই বেশি বলা যেতে পারে। তার সঙ্গে যোগ হয় উৎসবের হাতছানি।
এবারের শীতে ফ্যাশন-সচেতনদের কাছে চাহিদা বাড়তে পারে চেরি লিকার কালারের। কেমন সে কালার? এক কথায় বলা যেতে পারে সিডাকটিভ! লাল আর বাদামির সংগত।
কাঠের ফার্নিচার রাঙাতে ব্যবহার হয়েছে বহু বছর। এবারে এসেছে ফ্যাব্রিক রাঙিয়ে। লাক্সারিয়াস অ্যাপিলের জন্যে চাহিদার পারদ উপরের দিকে উঠছে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন