skip to Main Content
ব্লুচিজ উইন্টার কালেকশন ২০২৪

নগরের কোলাহলে কিংবা গ্রামীণ নিস্তব্ধতায়, বাংলার প্রকৃতিতে নিজ অস্তিত্ব জানান দিচ্ছে শীত। ভোরের কুয়াশা আর মৃদুমন্দ বাতাস, দুপুরের আলতো রোদ, বিকেল হতেই সূর্যাস্তের হাতছানি। কিন্তু থেমে নেই জীবনের কর্মব্যস্ততা। জাঁকিয়ে বসা শীতে বিভিন্ন স্টাইলে নিজেকে উপস্থাপনের সুযোগ করে দিতে ব্লুচিজ নিয়ে এসেছে উইন্টার ড্রপ ২৪-২৫ কালেকশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নাতিশীতোষ্ণ আবহাওয়ার বাংলাদেশে শীতের মাঝেও আছে তাপমাত্রার তারতম্য। তা মাথায় রেখে ব্র্যান্ডটির এবারের উইন্টার কালেকশনে পাওয়া যাবে হালকা কিংবা ভারী– সব ধরনের পোশাক।

ওমেন্স কালেকশনে হালকা কটন ফ্যাব্রিক কিংবা কর্ডের সেমি ফরমাল আউটারওয়ার কিংবা হাই ফ্যাশনে মানানসই জ্যাকেট। এ ছাড়াও পাওয়া যাবে দেশের ফ্যাশনে নতুনত্বের ছোঁয়া আনা ট্রেঞ্চ কোট, ডেনিম এবং নীটের জ্যাকেট এবং ফরমাল কোট।

সবকিছুকে ছাপিয়ে যাবে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা বাহারি রঙের সোয়েটশার্ট, ওভার শার্ট, ওভার জেকেট, এবং বিশেষ শো স্টপার পার্টি কালেকশন।

মেনজ কালেকশনে হালকা ও তীব্র শীতের জন্য আছে রকমারি ডিজাইনের সোয়েটশার্ট, ট্রেঞ্চ কোট, ওভারশার্ট, ইয়োগা সেট এবং বম্বার ও বিভিন্ন ধরনের জ্যাকেট। এ ছাড়াও পছন্দের সোয়েটশার্টগুলোর দিকে চোখ থাকবে আলাদা করে। কেননা, ডিজাইন ও কোয়ালিটিতে এক ধরনের ভিন্নতা রয়েছে এবার। আরও রয়েছে ব্লেজারের বিশেষ কালেকশন, যা আপনার অফিস লুকে ভিন্নতা এনে দেবে।

যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের সঙ্গে ফাংশনালিটির সমন্বয় ঘটিয়ে চলেছে ব্লুচিজ। ফ্যাশন সচেতন ক্রেতার স্টাইলিং ঠিক রেখে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করাই এই ব্র্যান্ডের প্রতিজ্ঞা। ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকেই সহনীয় দামে আভিজাত্যের ছোঁয়া নিশ্চিত করে ব্লুচিজ উঠে এসেছে গ্রাহকের পছন্দের তালিকায়।

ফ্যাশন ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘গ্রাহকের চাহিদা মাথায় রেখে প্রতিটি পণ্য ল্যাবে পরীক্ষা করা হয়। দেশের যারা ফ্যাশন সচেতন আছেন এবং চিরাচরিত স্টাইলের বাইরে গিয়ে ফ্যাশনে নতুন কিছুর স্পর্শ পেতে চান, তাদের জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

ব্লুচিজ ইতিমধ্যেই অনলাইন শপিংয়ে একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। রাজধানীর বনানীতে এবং চট্টগ্রামে সুবিশাল আউটলেট রয়েছে এর। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লুচিজ কম্ফোর্টেবল কমিউনিটি নামে প্রিয় ক্রেতাদের নিয়ে প্রায় ২০ হাজার সদস্যের একটি বিশাল গ্রুপ রয়েছে, যেখানে ক্রেতারা তাদের সুন্দর অভিজ্ঞতাগুলো নিয়মিত শেয়ার করেন।

ওয়েবসাইট: www.blucheez.fashion
স্টোর লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top