রোববার (১২ জানুয়ারি ২০২৫) শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়ে গেল নখের শৈল্পিক সৌন্দর্য প্রদর্শনের এক জমকালো ফ্যাশন শো। ‘ফ্যান্টাসি নেইল আর্ট ফ্যাশন শো’ শিরোনামে। নেইল আর্ট একাডেমি অব কলম্বোর আয়োজনে প্রতিষ্ঠানটির সৃজনশীলতার উপস্থাপনা ঘটে তাতে।
অবশ্য এটিই এ আয়োজনের প্রথম আসর নয়। ২০১৯ সালে সূত্রপাত ঘটে এই অভিনব ফ্যাশন শোয়ের।
- ক্যানভাস অনলাইন
সূত্র: শিনহুয়া
ছবি: গায়ান সামিরা/শিনহুয়া