স্ক্যান্ডিনেভিয়ান হেয়ারে থাকা লাইট ও ন্যাচারাল হাইলাইটস যদি আপনাকে কখনো মুগ্ধ করে, তাহলে লেটেস্ট হেয়ার ট্রেন্ড সম্পর্কে আপনার ইতিমধ্যেই জানা থাকার কথা!
‘নিউ বিউটি’ ম্যাগাজিনকে নিউইয়র্কভিত্তিক হেয়ারস্টাইলিস্ট জ্যাকলিন সিব্রুক বলেন, ‘এই হেয়ারলাইনগুলোর চুলের রং, হেয়ারলাইন, ফেস ফ্রেম ও বেবি হেয়ারে নির্বিশেষে সূর্যের আদর এতই অনায়াসে খেলা করে, তাতে মাথার বাকি চুলগুলোর তুলনায় এগুলোকে অনেক বেশি উজ্জ্বল ও শাণিত দেখায়।’ এই ইফোর্টলেস এফেক্ট স্ক্যান্ডিনেভিয়ান হেয়ারলাইন কালার টেকনিককে পরিণত করেছে ট্রেন্ডে, যা ‘স্ক্যান্ডি হেয়ারলাইন’ নামে পরিচিত।
পরিচয় সন্ধান
“‘স্ক্যান্ডি হেয়ারলাইন’ বা স্ক্যান্ডিনেভিয়ান হেয়ারলাইন এমন এক কালার টেকনিক, যা মুখের চারপাশের হেয়ারলাইনের ডগাগুলোকে মুহূর্তেই উজ্জ্বলতর করে তোলে, যার ফলে সূর্যের আলো পড়লে বাকি চুলের তুলনায় সেই অংশগুলোকে দেখায় আরও বেশি হালকা ও ঝলমলে,” বলেছেন সিব্রুকস।
প্রক্রিয়া
সাধারণত ওয়াশ বেসিনে, অন্যান্য হাইলাইটিং কিংবা ব্যালায়েজ সার্ভিসের পর অল্প পরিমাণের একগুচ্ছ চুল বেছে নিয়ে, আধা ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যে, হেয়ারলাইনে প্রয়োগ করা হয় ‘স্ক্যান্ডি হেয়ারলাইন’ টেকনিক। শুরুতে পাঁচ মিনিট ধরে ওই চুলগুলোতে করা হয় ফ্রিহ্যান্ড লাইটেনার। সিব্রুকস বলেন, ‘সিমলেস ব্লেন্ড পেতে হলে, বাকি চুলগুলোর তুলনায় স্রেফ এক কি দুই শেড লাইটার হেয়ারলাইন কালার প্রয়োগ করা জরুরি। এটি আপনার বেবি হেয়ার ও হেয়ারলাইনের সৌন্দর্য বাড়িয়ে তাতে একটি ন্যাচারাল লুক নিশ্চিত করবে।’
ন্যাচারাল থেকে ড্রামাটিক
‘স্ক্যান্ডি হেয়ারলাইন’ ট্রেন্ডের সৌন্দর্যব্যাপ্তি বৈচিত্র্যময়। ‘এই টেকনিক শুধুই ব্লন্ডের জন্য নয়, রেডহেডস, ব্রুনেটস ও ডার্কার হেয়ার শেডগুলোকেও একটি সত্যিকারের ন্যাচারাল ব্রাইটেনিং ইফেক্ট এনে দিতে সক্ষম,’ বলেছেন সিব্রুকস। তার মতে, টেকনিকটি আপনার ফুল হেয়ার কালারের সঙ্গে একেবারেই ন্যাচারাল এবং নির্বিঘ্নে মানানসই দেখাবে। এমনকি আরও বেশি ড্রামাটিক ইফেক্ট পেতে স্ট্রংগার ফেস ফ্রেম হাইলাইটসের সঙ্গে মানাবে দারুণ।
যত্ন-আত্তি
‘স্ক্যান্ডি হেয়ারলাইন’কে সজীব ও প্রাণবন্ত রাখতে প্রতি ১২ সপ্তাহে একবার করে টাচ-আপের পরামর্শ বিশেষজ্ঞদের। ব্রুনেটস ও ডার্কার শেডের ক্ষেত্রে সিব্রুকসের পরামর্শ, যেকোনো অনাকাঙ্ক্ষিত ব্র্যাসি টোন সরিয়ে দিতে একটি গ্লস কিংবা টোনারের সাহায্য নেওয়া যেতে পারে। তাতে চুলের ন্যাচারাল ও সানকিসড লুক আরও উন্নত হবে।
- ক্যানভাস অনলাইন