কিরগিজস্তানে পৃথিবীর অন্যতম গভীর লেকের কূলবর্তী টিয়ান শান পর্বতমালার চূড়ায় হয়ে গেল ‘ওয়ার্ল্ড নোমাডস ফ্যাশন ফেস্টিভ্যাল’।আয়োজনটিতে মডেলরা বিভিন্ন প্রাচীন এবং বর্তমান ফ্যাশনের সমন্বয়ে তৈরী পোশাকে নিজেদের উপস্থাপণ করে।
তৃতীয় বারের মতো আয়জিত হলো আলোচিত এই ফ্যাশন ফেস্টিভ্যাল। কিরগিজস্তানের সহস্রাব্দের পুরাণো যাযাবরীয় সংস্কৃতি ২০টি দেশ থেকে আগত ফ্যাশন ডিজাইনার এবং ফ্যাশন জগৎ সংশিষ্ট ব্যক্তিদের মাঝে মুগ্ধিতা ছড়ায়।
কিছু মডেলদের উঁচু হিল পরিধান হয়তো যাযাবরদের ঐতিহ্যের সাথে যায় না তবে সাথে প্রাণীর মাথার শিং এর ন্যায় মাথার বস্ত্র পরিধানের পর তা ঠিকঠাক ভাবে মানিয়ে গিয়েছে। অনুষ্ঠান্টির শেষাংশে দর্শনার্থীদের জন্যে ছিল প্রাচীনকালে যাযাবরদের থাকার তাবু দেখার সুযোগ।