ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে নিযুক্ত হয়েছেন লাক্সমানান রামানাথান। আতিথেয়তা শিল্পে ২৫ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত একটি বর্ণাঢ্য কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে তার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও বলা হয়, মিস্টার লাক্সমানান আতিথেয়তায় তার ব্যতিক্রমী প্রতিভার জন্য বিখ্যাত, যা হোটেলটিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত। তার ক্যারিয়ার শুরু অপারেশনাল ডিপার্টমেন্ট থেকে, ১৯৯৯ সালে। তারপর এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ২০০১ সালে থেকে বিভিন্ন প্রজেক্টে এক্সপার্ট হিসেবে এবং অপারেশন্সে কাজ করেছেন। তার মেধা দিয়ে অবদান রেখেছেন হাউসকিপিং, ফ্রন্ট অফিস, রুম রেসেরভেশন-সহ বিভিন্ন পদে, যেখানে জেনারেল ম্যানেজার পদ ছিল অন্যতম।
মিস্টার লাক্সমানান ২২ বছরের বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ম্যারিয়ট ইন্টারনেশনালে। এর মধ্যে নেতৃত্ব দিয়ে কাজ করেছেন কোর্টয়ার্ড বাই ম্যারিয়ট কচি এয়ারপোর্ট, জে ডব্লিউ ম্যারিয়ট বেঙ্গালুরু এবং ওয়েস্টিন চেন্নাই ভেলাচেরই’তে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে