এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রঙ বাংলাদেশ প্রস্তুত তাদের বৈশাখের আয়োজন নিয়ে। থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আলপনা ও ক্লাসিক্যাল ফোর এলিমেন্টসের চার উপাদানের একটি– ফায়ার বা আগুন।
আলপনা ও আগুনের নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে এ সংকলনে।
প্রোডাক্ট লাইনে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা; বাচ্চাদের জন্য পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাকও আছে।
বিভিন্ন ধরনের ডিজাইনের কটন, উইভিং কটন, ফাইন কটন, হাফসিল্ক কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, মেরুন, অফ-হোয়াইট। সহকারী রং কমলা, নীল ও ব্রাউন।
পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, প্যাচওয়ার্ক, এমব্রডারি ও কাটিং অ্যান্ড সুইং।
রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বৈশাখ উৎসবের আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম থেকেও কেনা যাবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: রঙ বাংলাদেশ-এর সৌজন্যে