বাংলাদেশের ফ্যাশনিস্তাদের জন্যে নতুন সিজন নিয়ে হাজির হতে যাচ্ছে আর্কা ফ্যাশন উইক। চলতি জানুয়ারির ১৬ থেকে ১৯ তারিখ চলবে এই মহাযজ্ঞ। গত রোববার (১২ জানুয়ারি ২০২৫) এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। তাতে উপস্থিত ছিলেন আর্কার ফাউন্ডার আসাদ সাত্তার; ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, স্বনামধন্য মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক শেখ সাইফুর রহমান।
এবারের আয়োজনে নতুন সংযোজন হিসেবে থাকছে মাস্টারক্লাস। এই সেগমেন্টে ফ্যাশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখা যাবে। তবে এ জন্য আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আর্কার নিয়মিত আয়োজন মার্কেট প্লেস, ডিজাইন ল্যাব, ফ্যাশন শো এবারও থাকছে। ফুড জোনে থাকবে বেশ কিছু রেস্তোরা। আয়োজনের মিডিয়া পার্টনার ক্যানভাস।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আর্কা ফ্যাশন উইক-এর সৌজন্যে