skip to Main Content

বুলেটিন

কালার পপের নিউ মুন

টোয়াইলাইট নস্টালজিয়া উসকে দিতে আবারও নামভূমিকায় কালার পপ। এই জনপ্রিয় মুভি সিকুয়েলের দ্বিতীয় চলচ্চিত্র ‘নিউ মুন’ শিরোনামে বিউটি ব্র্যান্ডটি বাজারে আনছে নতুন কালেকশন। এতে আছে আইশ্যাডো প্যালেট, লিপস্টিক লাইনার এবং লিপস্টিক সেট, লিপ গ্লস, গ্লো বডি অয়েল, ক্রিম টু পাউডার আইশ্যাডো এবং ক্রিমি আইশ্যাডো স্টিক। এই কালেকশনের প্যালেটে মাল্টিক্রোম ইফেক্টে ডায়নামিক শেড নিয়ে কাজ করা হয়েছে। ফিনিশের ধরন কালার শিফটিং। ইটস অলওয়েজ বিন হিম শিরোনামের শেডটির বিষয়ে বলা যেতে পারে। সেখানে গোলাপি তামাটে রং পরিবর্তিত হয় সবুজ আর সোনালিতে। আবার ভ্যাম্পায়ার গার্লের ক্ষেত্রে বোল্ড রেড হয়ে যায় গোল্ড টু অলিভ। এ ছাড়া দুটি টাইডাই শ্যাডো এসেছে। লিপ গ্লসেও আছে ভিন্নতা। উপাদানে ব্যবহার করা হয়েছে সুইট চেরি অয়েল। সব মিলিয়ে নতুন করে টোয়াইলাইট সাগা উপভোগের দারুণ সুযোগ।

ল্যানকমের ক্যাম্পেইনে অলিভিয়া রডরিগো

সম্প্রতি মার্কিন সংগীতশিল্পী অলিভিয়া রডরিগো তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন একটি ভিডিও। যেখানে চিৎকার করে জানান দিয়েছিলেন, ল্যানকমের নতুন ফেস হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সেই ঘোষণার পর এবার জানা গেল, ব্র্যান্ডটির নতুন পণ্য ল্যাশ ফ্ল্যাটার এক্সটেনশন মাসকারার ক্যাম্পেইন করছেন এই তরুণ প্রতিভাবান। চোখের সাজের এই প্রসাধনের বিশেষত্ব হচ্ছে, এটি আইল্যাশ এক্সটেনশনের ইল্যুশন তৈরি করে। ল্যানকমের মাসকারা ফ্যামিলিতে এটি নতুন সংযোজন। ন্যানো ব্রিস্টল ব্যবহার করা হয়েছে এটির ব্রাশে। তাই প্রতিটি ল্যাশ আলাদা করে দিতে সক্ষম। ওয়াটার অ্যান্ড ওয়াক্স ইমালশন ফর্মুলায় তৈরি। ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। সত্যতা পাওয়া যায় অলিভিয়ার সুরেলা কণ্ঠেই। তিনি বলেন, ‘ফিলস লাইক মাই লংগেস্ট ল্যাশ এরা এভার!’

বেনিফিট কসমেটিকসের ব্রাও গেমে মাইটি ফাইন পেন

আই ব্রাও নিয়ে বেশ ভাবেন রূপসচেতনেরা। এই ব্রাওকে একটু গুছিয়ে না রাখলে সব সাজই যে বৃথা। ব্রাও বিউটিফাই করার তাড়নায় একদম আনকোরা কালেকশন নিয়ে এসেছে বেনিফিট। এবার সূক্ষ্ম কলমের কালিতে প্রকাশিত হবে সৌন্দর্য। বেনিফিটের ব্রাও পেনে সুপারফাইন ট্রিপল টিপ ব্রাশ যুক্ত করা হয়েছে। মাত্র শূন্য দশমিক ১ মিলিমিটারের। তাই সেখান থেকে প্রাকৃতিক ব্রাওয়ের মতো স্ট্রোক পাওয়া যাবে বলে জানা যায়। ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থানকে কালো রঙের মাধুর্যে ভরিয়ে তোলা যাবে। একই সঙ্গে এটি পানিনিরোধী, স্মাজ প্রুফ, সোয়েট প্রুফ। সারা দিন টিকে থাকার জন্য উপযুক্ত। তাই ব্যবহার করা যাবে কোনো দুশ্চিন্তা ছাড়াই।
 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top