বিউটি বক্স
বেনিফিটের ব্যাড গাল ব্যাং
চোখের সাজে মাসকারা অতি গুরুত্বপূর্ণ প্রসাধন। আঁখিপল্লবের সৌন্দর্য বৃদ্ধি এর প্রধান কাজ। সান ফ্রান্সিসকোর কসমেটিক ব্র্যান্ড বেনিফিট বাজারে এনেছে নতুন মাসকারা। নাম দিয়েছে ‘ব্যাড গাল ব্যাং’। বোল্ড আর ড্রামাটিক লুকের জন্য এটি বেশ উপযোগী বলে জানা যায় ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। দীর্ঘ ৩৬ ঘণ্টা টিকে থাকার ক্ষমতাসম্পন্ন। তাই নিশ্চিন্তে ব্যবহার করা সম্ভব। ওয়াটারপ্রুফ হওয়ায় ব্যবহারের পরে থাকা যায় নিশ্চিন্তে। ক্রুয়েলটি ফ্রি। বিল্ডেবল ফর্মুলায় তৈরি। বিনিময় মূল্য প্রায় সাড়ে ৪ হাজার টাকা।
নাতাশা ডেনোনার ওয়ার্ম আইশ্যাডো প্যালেট
ক্রোয়েশিয়ান মেকআপ আর্টিস্ট নাতাশা ডেনোনার স্বনামের ব্র্যান্ড পিগমেন্টেশন আর স্থায়িত্বের জন্য বিখ্যাত। সাবধানী ক্রেতাদের কাছে তাই বেশ গ্রহণযোগ্য। নতুন ওয়ার্ম আইশ্যাডো প্যালেট নিয়ে এসেছে এই বিউটি লেবেল। নাম রেখেছে ‘আই নিড আ ওয়ার্ম আইশ্যাডো প্যালেট’। মোট ১৫টি শেড পাওয়া যাবে একত্রে। দুটি ফর্মুলা ব্যবহারে তৈরি করা হয়েছে এসব শেড। ফর্মুলা দুটি হচ্ছে স্লিপ ক্রিম ম্যাট এবং মেটাল গ্লস। একই সঙ্গে আছে তিন ধরনের ফিনিশিংয়ের উপস্থিতি। এগুলো হচ্ছে গ্লিটার, ম্যাট এবং মেটালিক ফিনিশ। ব্যবহার করা যাবে দুই বছর। কেনায় খরচ পড়বে ১১ হাজার টাকা।
গিসুর হানি ইনফিউসড ফেস অয়েল
ডাচ বিউটি ব্র্যান্ড। প্রাকৃতিক মধু ব্যবহার করে পণ্য তৈরির মাধ্যমে এরই মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে সৌন্দর্যবিশ্বে। প্রোডাক্ট লাইনে ত্বকযত্নের নানা রকম প্রসাধন। সেগুলোর মধ্যে হানি ইনফিউসড ফেস অয়েল একটি। এতে উপস্থিত মধুর নাম মিরসালেহ। এ নামের মৌমাছির বাগান থেকে পাওয়া। তাই এমন নামকরণ। পণ্যটি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ। সে কারণে গভীর থেকে ত্বকের যত্ন নিতে পারে। ভিটামিন ই ব্যবহার করা হয়েছে এখানে; যা ত্বকের বাইরের অংশের যত্ন নিশ্চিত করে। স্কিন টোন ইভেন ও মসৃণ রাখে। উজ্জ্বল করে। তারুণ্য ধরে রাখায় সহায়ক। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ভেগান পণ্য। দাম ৯ হাজার টাকা।
জর্জিও আরমানির ভেলভেট লিকুইড ম্যাট লিপস্টিক
লাক্সারি বিউটি ব্র্যান্ড জর্জিও আরমানির ব্যানারে বাজারে এসেছে নতুন লিপস্টিক। লিপ মায়েস্ত্রো ভেলভেট লিকুইড। ভেলভেট ম্যাট ফিনিশ টেক্সচারের এই সৌন্দর্য প্রসাধন ঠোঁটকে কোমলতার চাদরে ঢেকে রাখে। মোট নয়টি শেড আছে এটির। কাভারেজ বিল্ডেবল। লং লাস্টিং ফর্মুলায় তৈরি। ৮ ঘণ্টা পর্যন্ত সুন্দরতা ধরে রাখে। হাইড্রেটিং প্রোপার্টিজ সমৃদ্ধ। ক্রিমি লিকুইড হওয়ার কারণে ব্যবহার বেশ সহজ। ঠোঁট শুষ্ক করে না। আর্দ্রতা ধরে রাখে। সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। ট্রাভেল সাইজ পাওয়া যাবে ১ হাজার ৩৫০ টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ