ফ্রম ফ্যাশন উইক I হিট স্ট্রোক
পুরো ক্রেডিট টিকটকারদের। যারা ঠিক দুই দফা আগের গ্রীষ্মকালে ভাইরাল করেছিল সানবার্ন্ট ব্লাশ ট্রেন্ড। সেখান থেকে সোজা ২০২৫। এবার আরও বিশেষ, পুরোদস্তুর হাই ফ্যাশনপ্রাণিত। সম্প্রতি ওয়েটলুক ড্রেস খ্যাত ফ্যাশন ব্র্যান্ড ডি পেস্টার মডেলদের চেহারায় ফুটিয়ে তোলা হয়েছিল এর আভা, কৃত্রিম ট্যান লাইন টেনে। আরেক লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ডু জুয়ের মডেলদের দেখে তো মনে হচ্ছিল, তারা বহুদিন ধরে সানস্ক্রিন মাখতেই ভুলে গেছেন। চেহারায় উঁচু অংশগুলোতে ব্লাশ মেখে এক্সট্রিম সান কিসড এফেক্টের মাধ্যমে তৈরি লুকের বরাতে। এই লুকের মূলমন্ত্র প্লেসমেন্ট। যেমন অ্যান ডিমিউলেমেস্টারের মডেলদের নাকজুড়ে আর চোখের নিচে ব্যবহার করা ব্লাশ নজর কেড়েছিল দর্শকদের। অন্যদিকে ন্যান্সি ডিজোনা আর টিবির শোতে চিকবোনের ওপর সৃষ্টি করা হয়েছিল সানবার্নের। চেহারাজুড়ে মৃদু উজ্জ্বলতা ছড়াতে। কিন্তু তাই বলে এসপিএফ মাখতে ভুলে যাবেন, উহু, একদম নয়!
বিউটি ডেস্ক
মডেল: মারিয়াম
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল