ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নানা অফারে এবারের ঈদের কালেকশন নিয়ে নিজেদের ফ্যাশন ট্রেন্ডের জানান দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লদিং ব্র্যান্ড টুয়েলভ। সোমবার (১০ মার্চ ২০২৫) দুপুরে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটিতে বড় পরিসরে আউটলেট উদ্বোধনের মাধ্যমে পুরোদমে যাত্রা শুরু করে। এ সময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই আউলেটের নতুন করে উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় টুয়েলভের বসুন্ধরা সিটির লেভেল ৫-এ অবস্থিত এই আউটলেটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভীড়। এবারের ঈদকে কেন্দ্র করে দারুণ সব কালেকশন নিয়ে নিজেদের সম্ভার সাজিয়েছে টুয়েলভ। এথনিক ও ওয়েস্টার্ন– এই দুই বিভাগে ফ্যাশনেবল, ট্রেন্ডি এবং যুগের সঙ্গে আধুনিক ও মানানসই পোশাক নিয়ে বাজারে এসেছে তারা। সঙ্গে রয়েছে বাচ্চাদের পোশাকও।
ক্রেতার ক্রয় ক্ষমতা এবং সাচ্ছন্দের বিষয়টিও মাথায় রেখেছে টুয়েলভ ক্লদিং। রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে থাকা ফ্যাশনেবল ক্রেতাদের পছন্দ ও সুবিধা মাথায় রেখেই এই আউটলেট খুলেছে টুয়েলভ কর্তৃপক্ষ। বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোর এবং লেভেল ১-এ এর আগে থেকেই দুটি আউটলেট থাকলেও ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এত বড় পরিসেরে এসেছে ব্র্যান্ডটি।
এ সময় টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব, টুয়েলভের পরিচালক ও সিওও মোঃ মতিউর রহমানসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন করে উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য দারুণ অফার রেখেছে টুয়েলভ কর্তৃপক্ষ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় টগি ওয়ার্ল্ডের ফ্রি টিকিট, টুয়েলভের গিফট ভাউচার, ক্রেতাদের জন্য গিফট হ্যাম্পারসহ নানা আয়োজনে বসুন্ধরা সিটিতে নতুন আউটলেটের উদ্বোধনী পর্ব সাজিয়েছে টুয়েলভ।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ-এর সৌজন্যে