সাকিরা। ‘কুইন অব লাতিন মিউজিক’খ্যাত কলম্বিয়ান সুপারস্টার। বয়স পঞ্চাশের আশপাশে; তবু গানের পাশাপাশি সৌন্দর্যের জাদুতে সারা দুনিয়ায় বুঁদ করে রেখেছেন অগুনতি অনুরাগীকে। এবার জানা গেল তার রূপের গোপন রহস্য!
রূপচর্চা বিষয়ক পোর্টাল নিউ বিউটি ডটকমকে ৪৭ বছর বয়সী এই তারকা বলেন, ‘মারুলা অয়েল ও হায়ালুরনিক অ্যাসিড ব্যবহারের মাধ্যমে নিজের ত্বকে আর্দ্রতার জোগান দিই আমি। আর চেহারার ক্ষেত্রে আমি করে বসি এক পাগলাটে কর্ম! আমার মুখ ও ঘাড় সবলে মাসাজ করি; কেননা, আমি মনে করি, যথাযোগ্যভাবে রক্তপ্রবাহ ঘটাতে পারলে ত্বক ও পেশিগুলোকে পুনরুজ্জীবিত করা সম্ভব।’
বলে রাখা ভালো, আফ্রিকার স্থানীয় মারুলা বৃক্ষ থেকে প্রাপ্ত মারুলা অয়েলে রয়েছে সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড, যা পরিবেশগত চাপের বিপরীতে ত্বকে পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি ত্বককে সুরক্ষা দেয়। অন্যদিকে, হায়ালুরনিক অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বকে আর্দ্রতা ধরে।
জানা তো গেল সাকিরার বিউটি সিক্রেট? ঈদের ছুটিতে আপনার রূপচর্চায় তার অনুসরণ করতে পারেন; তবে তা বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে প্রয়োগ করাই শ্রেয়।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ