বাংলা নববর্ষের প্রথম দিনে কক্সবাজারের ওশ্যান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ওপিএল বর্ষবরণ উৎসব ১৪৩১’। তাতে পান্তা ইলিশ, নাগরদোলা, বৈশাখী মেলা, বাউল গান, শতপদের বৈশাখী ভুরিভোজ, সংগীত পরিবেশনা-সহ ছিল জমকালো সব আয়োজন।
জানা যায়, ওশ্যান প্যারাডাইস স্টাফদের বৈশাখী র্যালির মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা ঘটে। এ উপলক্ষ্যে হোটেল প্রাঙ্গণ সেজেছিল বর্ণিল রঙে। সুসজ্জিল স্টলে ভরা বৈশাখী মেলায় ছিল অতিথি ও পর্যটকদের ভীড়।
চেয়ারম্যান নুরুল করিমের সঙ্গে মেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এ আয়োজনে ছিল বিভিন্ন খেলা ও অ্যাকটিভিটির ব্যবস্থাও। অংশগ্রহণকারীদের উপহার হিসেবে দেওয়া হয় বই ও পেইন্টিং। র্যাফল ড্রতে ছিল ডায়মন্ড রিং জয়ের ব্যবস্থা। এদিন সন্ধ্যায় গান পরিবেশন করে ‘জলের গান’।
বলে রাখা ভালো, ২০১১ সাল থেকেই কক্সবাজারের একমাত্র হোটেল হিসেবে বড় পরিসরে পহেলা বৈশাখ ও ফাল্গুন উদযাপন করে আসছে ওশ্যান প্যারাডাইস। তবে করোনা অতিমারির কারণে মাঝখানে বন্ধ থাকলেও চলতি বছর তা আবারও শুরু হয়।
- ক্যানভাস অনলাইন
ছবি: ওশ্যান প্যারাডাইস-এর সৌজন্যে