বাঙালির ঐতিহ্যের সেরা আয়োজন পয়লা বৈশাখ। গ্রামীণ সংস্কৃতির নানা আয়োজনে আবহমান বাংলার চিরায়ত পোশাকের এক অনন্য সমাহারে উৎসবের মধ্য দিয়েই শুরু হয় বাংলা বর্ষবরণের এই আয়োজন। বাংলা বর্ষবরণের এই প্রারম্ভে ঐতিহ্যময় ফ্যাশনে মেতে ওঠে উৎসবপ্রিয় বাঙালিরা। দেশি ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভও আড়ম্বরপূর্ণভাবে সাজিয়েছে তাদের পয়লা বৈশাখ কালেকশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঞ্জাবি, থ্রি পিস, টু পিস– সব জায়গাতেই পয়লা বৈশাখের ছোঁয়া নিয়ে হাজির হয়েছে টুয়েলভ। প্রকৃতিতে গরম আবহ ছড়িয়ে পড়ায় ক্রেতাদের স্বস্তি মাথায় রেখেই সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে চলতি কালেকশনে।

বড়দের পাশাপাশি বাচ্চাদের বৈশাখী কালেকশনেও বৈচিত্র্য এনেছে টুয়েলভ। তাদের জন্য নির্ধারিত সকল পোশাকেই রয়েছে বৈশাখী ডিজাইনের ছোঁয়া।

বৈশাখের কালেকশন ছাড়াও লয়েল কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্য নির্ধারিত পোশাকে রয়েছে বিভিন্ন রকম অফার।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ-এর সৌজন্যে

