বাংলা নববর্ষের প্রথম দিন ‘পয়লা বৈশাখ’ বাঙালির প্রাণের উৎসব। দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অতিথিদের জন্য থাকবে সুস্বাদু বাঙালিয়ানা খাবারের সমারোহের পাশাপাশি বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল থেকেই অতিথিদের জন্য উৎসব শুরু হবে রঙে রসে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে ভরপুর বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে। পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফেস পেইন্ট ও বাউল গানের আসর।
বিশেষ মূল্যে থাকছে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে। একই সঙ্গে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গানের আয়োজন, যা চলবে রাত ৯টা পর্যন্ত। সঙ্গে বাঙালিয়ানা ব্যুফে ডিনার তো থাকছেই!
বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অব ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার।
দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা এবং রঙিন ফটো বুথ, জোকার, হাওয়াই মিঠাই, বায়স্কোপসহ আরও কত কি!
ঢাকা রিজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ বলেন, ‘আমাদের এই আয়োজন শুধু আনন্দ বিনোদনের জন্য নয়; বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেওয়া।’
বিস্তারিত জানতে কল করতে পারেন এই নম্বরে– ০১৭১৩৩৩২৬৬১; অথবা ভিজিট করুন: https://www.facebook.com/dhakaregencyhotel।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে