ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ১৮ বছর পূর্তিতে হোটেলটির নিজস্ব প্রাঙ্গণে, আনন্দঘন পরিবেশে, কেক কেটে উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফআইএইচ, এক্সকম সদস্য এবং ডিপার্টমেন্ট হেড ও ব্যবস্থাপনা পরিচালকরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২০০৭ সালের ১৪ এপ্রিল যাত্রাশুরুর পর থেকে আজকের ঢাকা রিজেন্সি তার আতিথেয়তায় সব সময় উষ্ণতা, আভিজাত্য ও নতুনত্বের দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। হোটেলটি এখন হাজারও অতিথির সুন্দর স্মৃতি ও আনন্দের অংশ এবং ব্যবসায়িক ঠিকানা। হোটেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা রিজেন্সি বিশ্বাস করে এই পথচলা মাত্র শুরু; সামনে আরও অনেক সাফল্যের গল্প অপেক্ষা করছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

