পোশাকের ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বিভিন্ন ক্যাজুয়াল পোশাক নিয়ে হাজির হয়েছে ক্যাজুয়াল ওয়ার্কয়্যার ক্যাম্পেইনে। ক্যাজুয়াল মানেই কমফোর্টেবল এই কনসেপ্টে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে বিভিন্ন পোশাক।
গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “গ্রামীণ ইউনিক্লো কাজ করছে পোশাকের মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে। তাই চাহিদা ও সময়ের সাথে মিল রেখে গ্রামীণ ইউনিক্লো কাজ করছে ক্যাজুয়াল পোশাক নিয়ে। আমাদের ব্র্যান্ড কনসেপ্ট কমফোর্টেবল তাই পোশাকের মাধ্যমে আমরা ক্রেতাদেরকে সর্বোচ্চ কমফোট দিতে চেষ্ঠা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি ক্যাজুয়াল পোশাকেই নিশ্চিত হয় আল্টিমেট কমফোর্ট । আর মানুষ যখন কমফোর্টেবল থাকে তখন বেশি খুশি থাকে যা তার প্রোডাক্টিভিটি ও ক্রিয়েটিভিটি বাড়াতে সহযোগিতা করে।”
গ্রামীণ ইউনিক্লোর এই কালেকশনগুলো পাওয়া যাবে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড় স্টোরে। এছাড়াও অনলাইনে অর্ডার দেওয়া যাবে ফেইসবুক পেজে: http://www.facebook.com/grameenuniqlo/