সম্প্রতি মিসরে অনুষ্ঠিত আইএমইএ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল ট্রেডিং সম্মেলনে আইএমইএ লয়্যালটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, ‘এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অতিথিদের প্রতি অটল দায়িত্ববোধ, ব্যতিক্রমী সেবা এবং অপারেশনাল উৎকর্ষতার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। আইএমইএ অঞ্চলের ২০০টিরও বেশি হোটেলের মধ্যে থেকে এই পুরস্কার প্রাপ্তি আমাদের জন্য একটি বিশাল সম্মান। এটি প্রমাণ করে, আমরা ধারাবাহিকভাবে অসাধারণ গেস্ট এক্সপেরিয়েন্স প্রদান করে চলেছি।’
‘পুরস্কারটি আমাদের জন্য আরও গর্বের। কারণ, এটি শুধু আঞ্চলিক পর্যায়ে আমাদের অর্জনকে স্বীকৃতি দেয়নি; বরং আইএমইএ অঞ্চলের সেরা পারফর্মিং হোটেলগুলোর মধ্যে আমাদের স্থান করে দিয়েছে। একটি প্রতিযোগিতাপূর্ণ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন স্বীকৃতি প্রাপ্তি আমাদের অতিথিকেন্দ্রিক আতিথেয়তায় নেতৃত্বের অবস্থানকে আরও মজবুত করে,’ যোগ করেন তারা।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ডিরেক্টর অব অপারেশনস মোহাম্মদ ফাওয়াদ বলেন, ‘এই পুরস্কার আমাদের পুরো দলের কঠোর পরিশ্রম, নিবেদন ও আন্তরিকতার প্রতিফলন। ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আমরা সব সময় অতিথিদের অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি, এবং এই স্বীকৃতি আমাদের সার্ভিস এক্সেলেন্সের মাধ্যমে দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার ফল। আমরা অত্যন্ত সম্মানিত এবং অনুপ্রাণিত এই যাত্রা অব্যাহত রাখার জন্য।’
- ক্যানভাস অনলাইন
ছবি: ক্রাউন প্লাজা ঢাকা গুলশান-এর সৌজন্যে

