একটি মাত্র বাটি। সেটি চীনা মাটির তৈরি। ব্যাস ছয় ইঞ্চিরও কম। বাটিটি নিলামে তোলা হয়েছে।
এই বাটির যে দাম উঠেছে তা শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে। বাটিটি বিক্রি হয়েছে ২৫০ কোটি টাকায়।
মূলত বাতিটি চীনের কিং সাম্রাজ্যের। রাজারা ব্যবহার করতেন। তাই এটিকে নিলামে তলা হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে সম্রাটের পরিবার এ বাটি ব্যবহার করেছিল বলে প্রমাণও মিলেছে।
নিলামে তোলার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বাতিটি বিক্রি হয়ে গেছে। জানা যায় বাটিটি ৩০ দশমিক ৪ মিলিয়ন ডলারে কিনে নিতে চেয়েছেন এক ব্যক্তি। নিজের পরিচয় গোপন রেখে বাটি কিনবেন তিনি।
আয়োজকেরা বলেন, এ বাটি সম্রাটের নিজের কারখানায় তৈরি হয়েছে। সুতরাং এ বাটি আর পাঁচটা বাটির মতো নয়। তাই দাম তো একটু বেশি হবেই।