skip to Main Content
‘দলিলে দৃশ্যপট’

১৪ থেকে ২৬ এপ্রিল ২০২৫। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘দলিলে দৃশ্যপট’ [‘DECORATED DEEDS’]; শিল্পী আরহাম-উল-হক চৌধুরীর ২০তম একক প্রদর্শনী। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে। আর্টকনের সহযোগিতায়।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুই সপ্তাহব্যপী এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছিল ৩১টি বাংলা ক্যালিগ্রাফি চিত্রকর্ম, যা রচিত হয়েছে দুর্লভ প্রাচীন দলিলের ওপর।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েকটি ও ঔপনিবেশিক আমলের দলিল প্রদর্শনীতে স্থান করে নিয়েছিল। সেখানে প্রাচীন বাংলার প্রবাদ-প্রবচন ও ভাষার শৈল্পিক রূপ দলিলের ইতিহাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছিল, যা ভাষা ও স্মৃতিকে একসূত্রে গেঁথে রাখে।

বাংলাদেশি শিল্পী, ক্যালিগ্রাফার, ভাস্কর ও গবেষক আরহাম-উল-হক চৌধুরী তিন দশকেরও বেশি সময়জুড়ে তার সৃজনধর্মী কর্মকাণ্ডে সংস্কৃতি, ভাষা ও পরিবেশের প্রতি গভীর সংযোগের প্রতিফলন ঘটিয়েছেন। নৃবিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই শিল্পী বাংলা ক্যালিগ্রাফি, ধাতব ভাস্কর্য, প্রাকৃতিক রঙের বাটিক ও নকশানির্ভর শিল্পকর্মে বিশেষভাবে প্রশংসিত।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top