পূজার বাদ্য বাজতে বাকি আর মাত্র কয়েক দিন। উৎসবের দিনগুলোর বসন নিয়ে ভাবতে শুরু করেছেন সবাই। ফ্যাশন হাউসগুলোও পূজার কালেকশনে সাজিয়েছে তাদের আউটলেটগুলো। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড নিপুণও ক্রেতাদের জন্য বাজারে এনেছে পোশাকের নতুন আয়োজন। আবহাওয়া ও ঋতুকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে পূজার এই কালেকশন। আর তাই ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে নিপুণের দুর্গাপূজার প্রডাক্ট লাইনে সুতি, লিনেন ও জয়সিল্কের কাপড় প্রাধান্য পেয়েছে। বিভিন্ন মোটিফের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই সংগ্রহ। দুর্গাপূজার আয়োজনে পোশাকে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, সিঙ্গেল কামিজ, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। এ ছাড়া ছোটদের জন্যও থাকছে বিশেষ কালেকশন। ব্লক, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ ও এমব্রয়ডারির মাধ্যমে পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধরনের নকশা। উৎসবের চাহিদা ও ক্রেতাদের সক্ষমতার কথা চিন্তা করে পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে। যেমন সালোয়ার-কামিজ পাওয়া যাবে ১,৫০০ থেকে ৫,৫০০ টাকায়, পাঞ্জাবির মূল্য ধরা হয়েছে ১,২০০ থেকে ৩,৫০০ টাকা, বিভিন্ন ধরনের শাড়ি থাকছে ১৮০০ থেকে ৬,০০০ টাকায়, ছোটদের থ্রিপিস, ফ্রক, পাঞ্জাবি পাওয়া যাবে ৪০০ থেকে ১,৫০০ টাকায়।
Related Projects
আইটেলের নতুন লোগো
- December 7, 2023
এই পরিবর্তন আইটেল ব্র্যান্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যা ব্র্যান্ডটির কমিটমেন্টকে আরও দৃঢ় করার পাশাপাশি নতুন লোগো আগের চেয়ে হয়েছে আরও মর্ডান ও ফ্রেশ
মাত্র ৬ রুপিতে নিরামিষ আহার কলকাতায়
- June 3, 2018
ইদানীং রোজ দুপুরে কলকাতার বিভিন্ন এলাকায় চাকরিজীবী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের লম্বা লাইন পড়ছে।