স্ট্রেইটনিং কিংবা রিবন্ডিংয়ের মতো কেমিক্যাল হিট ট্রিটমেন্ট ছাড়াই পেতে পারেন সটান সোজা চুল। হেয়ার স্ট্রেইটনিং প্যাক ব্যাবহারে। সহজে তৈরি করা যায় বাসায় বসেই। নিয়মিত চুলে মাখলে তফাতটাও চোখে পড়ে কম সময়ের মধ্যেই। স্ট্রেইটনিংয়ে প্যাক তৈরিতে লাগে গুটি কয়েক উপকরণ। দরকার পড়বে চালের গুঁড়া, মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে সমপরিমাণ মুলতানি মাটি মিশিয়ে নিন। সঙ্গে মেশান চার টেবিল চামচ অ্যালোভেরা জেল। তবে হাতের কোছে অ্যালোভেরা জেল না থাকলে ডিমের সাদা অংশও মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে দুটো ডিমের সাদা অংশ প্রয়োজন হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাখার আগে চুল পরিষ্কার করে নিন। তারপর ভালো করে আঁচড়ে নিতে হবে। ছোট ছোট ভাগ করে নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে চুলে। অপেক্ষা করুন নির্দিষ্ট সময় পর্যন্ত। মিনিট বিশেক রেখে চুল পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুবার করে এ মিশ্রণ ব্যবহার করে দেখুন মাসখানেক। চুল সোজা হতে বাধ্য। হেয়ার প্যাকের উপাদানের পরিমাণ কম-বেশি হতে পারে চুলের দৈর্ঘ্যর ওপর নিভর করে।
Related Projects
হারল্যান স্টোর থেকে পণ্য কিনে লাখপতি হলেন যারা
- March 31, 2024
নকল ও ভেজাল পণ্য না কিনে নিজের স্কিনের যত্নে অথেনটিক প্রোডাক্ট কেনার জন্য ২৫ মার্চ ২০২৪, বসুন্ধরা সিটির হারল্যান স্টোরে আসেন তারা এবং সেখান থেকে শপিং করেন
দুর্গোৎসবে রঙ বাংলাদেশ
- September 12, 2024
বৈচিত্র্যময় থিম বা মোটিফের আলোকে কাজ করার ধারাবাহিকতায় এবার আঙ্করভাট মন্দির চত্বরের নানান ডিজাইন বা স্থাপনা দিয়ে সাজানো হয়েছে এই কালেকশনের পোশাকগুলো। আঙ্করভাট ছাড়াও রয়েছে আলপনা, টেরাকোটা, পদ্মফুল, পূজার মন্ত্র ও নানান অনুসঙ্গ; যা প্রতিটি পোশাককে করেছে আকর্ষণীয় ও নান্দনিক