স্ট্রেইটনিং কিংবা রিবন্ডিংয়ের মতো কেমিক্যাল হিট ট্রিটমেন্ট ছাড়াই পেতে পারেন সটান সোজা চুল। হেয়ার স্ট্রেইটনিং প্যাক ব্যাবহারে। সহজে তৈরি করা যায় বাসায় বসেই। নিয়মিত চুলে মাখলে তফাতটাও চোখে পড়ে কম সময়ের মধ্যেই। স্ট্রেইটনিংয়ে প্যাক তৈরিতে লাগে গুটি কয়েক উপকরণ। দরকার পড়বে চালের গুঁড়া, মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল। প্রথমে একটি পাত্রে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে সমপরিমাণ মুলতানি মাটি মিশিয়ে নিন। সঙ্গে মেশান চার টেবিল চামচ অ্যালোভেরা জেল। তবে হাতের কোছে অ্যালোভেরা জেল না থাকলে ডিমের সাদা অংশও মিশিয়ে নিতে পারেন। এ ক্ষেত্রে দুটো ডিমের সাদা অংশ প্রয়োজন হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাখার আগে চুল পরিষ্কার করে নিন। তারপর ভালো করে আঁচড়ে নিতে হবে। ছোট ছোট ভাগ করে নিয়ে মিশ্রণটা মেখে নিতে হবে চুলে। অপেক্ষা করুন নির্দিষ্ট সময় পর্যন্ত। মিনিট বিশেক রেখে চুল পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। সপ্তাহে দুবার করে এ মিশ্রণ ব্যবহার করে দেখুন মাসখানেক। চুল সোজা হতে বাধ্য। হেয়ার প্যাকের উপাদানের পরিমাণ কম-বেশি হতে পারে চুলের দৈর্ঘ্যর ওপর নিভর করে।
Related Projects
‘কসমেটিকস, পারসোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো’
- August 6, 2025
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৮ ও ৯ আগস্ট; সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত
অংশীদারত্বে রিমার্ক হারল্যান ও মীনা বাজার
- May 26, 2025
এই চুক্তির আওতায় মীনা বাজারের সকল আউটলেটে রিমার্ক উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে

