শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি। রোববার (২৭ এপ্রিল ২০২৫) রাজধানীর একটি অভিজাত হোটেলে এর ট্রফি উন্মোচন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সম্প্রতি সময়ে ক্রিকেটে রিমার্ক-হারল্যানের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং ক্রিকেটের অগ্রযাত্রায় অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ফারুক আহমেদ বলেন, ‘আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরও বড় ভূমিকা পালন করবে।’
বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী এই আয়োজনের ব্যপ্তিতে সংবাদ মাধ্যমের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।’
অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন বলেন, ‘রিমার্ক-হারল্যান বরাবরই ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, রিমার্কের ডিটারজেন্ট ব্র্যান্ড লন্ড্রি এক্সপার্ট অরিক্স টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। দেশের নামি-দামি সব তারকা হোটেল ও রিসোর্টের সমন্বয়ে এ রকম একটি আয়োজনের অংশ হতে পেরে আমরা আনন্দিত।’
অরিক্স-বিহা চ্যাম্পিয়নস লিগ চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের খেলোয়াড়সুলভ দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে দলগত কাজ ও দায়িত্ববোধের শিক্ষাকে শাণিত করতে এই টুর্নামেন্ট কাজে লাগবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মাসুমা নাবিলা, চমক, দীঘি ও সৌমি।
অরিক্স-বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ টুর্নামেন্টে পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে থাকছে রিমার্ক-হারল্যানের বিউটি ব্র্যান্ড লিলি এবং কো-স্পনসর সানবিট, একনল, টাইলক্স ও হারল্যান। আগামী ৮ মে থেকে রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট। একটানা ১৪ দিন চলবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে।
দেশের শীর্ষস্থানীয় ২০টি হোটেলের প্রতিযোগিতামূলক অংশগ্রহণে বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ একটি আন্তর্জাতিক রূপ পেতে চলেছে। এতে অংশগ্রহণ করছে আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হ্যানসা– আ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার– অ্যান আইএইচজি হোটেল, হোটেল অমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লো মেরিডিয়েন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, স্যায়ম্যান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি, দ্য রেইট্রি ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-এর মতো দলগুলো।
রিমার্ক-হারল্যান বরাবরই সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশের জন্য কাজ করে যাচ্ছে এবং সরাসরি বিভিন্ন মাধ্যমে সম্পৃক্ত থেকে দেশের খেলাধুলার আপামর উন্নয়নের জন্য অবদান রাখছে। বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর সঙ্গে রিমার্ক-হারল্যানের এই সংযুক্তি রিমার্কের এই লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভাবনী দক্ষতা আর সর্বাধুনিক প্রযুক্তির যথাযথ সমন্বয়ে ভোক্তাদের জন্য প্রতিনিয়ত বিশ্বমানের পণ্য উৎপাদন করে এক দৃষ্টান্ত উপস্থাপন করেছে রিমার্ক। কঠোর মান নিয়ন্ত্রণ করে শুধুমাত্র শতভাগ অথেনটিক ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলোই ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে রিমার্ক-হারল্যান এবং দেশের মানুষের জন্য নিশ্চিত করছে বিশ্বমানের পণ্য।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য। রিমার্কের সাথে অন্তর্ভুক্ত রয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত সকল মিডিয়া ব্যক্তিত্ব।
ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

