ঘটনা একদম সত্য। ইনস্টাগ্রামের জনপ্রিয় বিউটি অ্যাকাউন্টগুলোতে যদি আনাগোনা থাকে, দেখবেন ওয়াটার বোটল হেয়ার কার্লিং হ্যাক চোখে পড়বেই। হুদা কাতান, হট অন বিউটির মতো বিউটি ভ্লগার আর বিউটিবাররাও এই কৌশলে চুল কার্ল করে নিচ্ছেন। মাত্র মিনিটের মধ্যেই সোজা চুলকে কার্ল করার অনন্য এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ সৌন্দর্যসচেতনদের মাঝেও। বাসায় বসেই সহজে সেরে নেওয়া যায় পুরো প্রক্রিয়া। দরকার হবে একটা প্লাস্টিকের পানির বোতল, এন্টিকাটার আর নজলযুক্ত হেয়ার ড্রায়ার। প্রথমে প্লাস্টিকের পানির বোতলের উপরের অংশ এন্টিকাটার দিয়ে কেটে নিতে হবে। তারপর বোতলের সাইডে নজলের মুখের মাপ অনুসারে লম্বালম্বিভাবে কেটে নিন। তৈরি কার্লার। এবার কার্লিংয়ের পালা। বোতলের উপরের অংশ দিয়ে চুল পুরে দিতে হবে বোতলের ভেতর। তারপর সাইডের কাটা অংশ ড্রায়ারের নজল সেট করে নিতে হবে। তারপর লো হিট এবং পাওয়ার সেটিংয়ে ড্রায়ার অন করে দিতে হবে। কয়েক সেকেন্ড ধরে রাখতেই দেখবেন চুলে রিংলেট কার্ল তৈরি হয়ে গেছে। মাথার চুলকে কয়েকটি সেকশনে ভাগ করে নিয়ে তারপর কার্ল করুন। এতে সুন্দর কার্ল হবে পুরো চুল। মিনিটের মধ্যেই।
Related Projects
টেকনো ক্যামন ৩০: মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডে প্লাটিনাম জয়
- July 7, 2024
মিউজ ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন অ্যাওয়ার্ডস সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত একটি প্রতিযোগিতা। এই ইভেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিভিন্ন অনন্য ডিজাইন ও নান্দনিক কাজকে স্বীকৃতি দেওয়া হয়

