ঘটনা একদম সত্য। ইনস্টাগ্রামের জনপ্রিয় বিউটি অ্যাকাউন্টগুলোতে যদি আনাগোনা থাকে, দেখবেন ওয়াটার বোটল হেয়ার কার্লিং হ্যাক চোখে পড়বেই। হুদা কাতান, হট অন বিউটির মতো বিউটি ভ্লগার আর বিউটিবাররাও এই কৌশলে চুল কার্ল করে নিচ্ছেন। মাত্র মিনিটের মধ্যেই সোজা চুলকে কার্ল করার অনন্য এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ সৌন্দর্যসচেতনদের মাঝেও। বাসায় বসেই সহজে সেরে নেওয়া যায় পুরো প্রক্রিয়া। দরকার হবে একটা প্লাস্টিকের পানির বোতল, এন্টিকাটার আর নজলযুক্ত হেয়ার ড্রায়ার। প্রথমে প্লাস্টিকের পানির বোতলের উপরের অংশ এন্টিকাটার দিয়ে কেটে নিতে হবে। তারপর বোতলের সাইডে নজলের মুখের মাপ অনুসারে লম্বালম্বিভাবে কেটে নিন। তৈরি কার্লার। এবার কার্লিংয়ের পালা। বোতলের উপরের অংশ দিয়ে চুল পুরে দিতে হবে বোতলের ভেতর। তারপর সাইডের কাটা অংশ ড্রায়ারের নজল সেট করে নিতে হবে। তারপর লো হিট এবং পাওয়ার সেটিংয়ে ড্রায়ার অন করে দিতে হবে। কয়েক সেকেন্ড ধরে রাখতেই দেখবেন চুলে রিংলেট কার্ল তৈরি হয়ে গেছে। মাথার চুলকে কয়েকটি সেকশনে ভাগ করে নিয়ে তারপর কার্ল করুন। এতে সুন্দর কার্ল হবে পুরো চুল। মিনিটের মধ্যেই।
Related Projects
গ্যাজেট অ্যান্ড গিয়ারে অফিশিয়াল আইফোন ১৭
- October 12, 2025
নতুন আইফোন কিনলেই ক্রেতারা উপভোগ করতে পারবেন ৩৬,৯৯৯ টাকায় অ্যাপল ওয়াচ আলট্রা ২ অথবা ফ্রি অ্যাপল এয়ারপডস প্রো ২ বা ফ্রি এয়ারপডস ৪ (এএনসি)

