পোর্টফোলিও I ফরমাল টু ফ্লুইড
শুরুটা ইংল্যান্ডে। সতেরো শতকে। কিং দ্বিতীয় চার্লসের সময়ে। আর এখন? জেন্ডার ফ্লুইড সিলুয়েট। কাজ থেকে উৎসব—সবখানেই ফিট। নিটওয়্যারের ওপর, কোটের নিচে কিংবা স্টেটমেন্ট পিস হিসেবে জুতসই। ভারী না হয়েও উষ্ণতা দেয়; স্ট্রাকচারড, কিন্তু আরামদায়ক। ওয়েস্টকোটের শাসনকে কামব্যাক বলা যাচ্ছে না। ছিল সব সময়। তবে স্টাইলের বিবর্তনে দারুণ দৃশ্যমান এবার। আরবান উইন্টার স্ট্যাপেল হিসেবে বেশ প্রাসঙ্গিক। ওয়াইড-লেগ ট্রাউজার, স্কার্ট, শার্ট কিংবা টারটেল নেক—সবেতেই টিম-আপ সম্ভব
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
বিবিআনা
মডেল: তৌহিদা
মীরাবাই
মডেল: শাকিরা ও বর্ণ
লিলিথ
মডেল: ইরা ও তৌহিদা
ওটু
মডেল: সায়েম ও আরহাম
সাফিয়া সাথী
মডেল: শিমলা ও তৌহিদা
