সঙ্গানুষঙ্গ I উইন্টার উইনসাম
উইন্টার ওয়্যার এবার ভোল পাল্টেছে। ওয়্যারড্রোবে নতুন উলেন আবশ্যক নয়; বরং পুরোনোতে অনুষঙ্গ যোগেই পূর্ণ হবে যজ্ঞ। ওয়্যারড্রোব ক্যানভাসে বেল্ট, ব্রোচ, স্কার্ফের ক্যারিশমা
শীতকাল মানেই জবুথবু হয়ে উষ্ণতা খোঁজা? ফ্যাশনের অভিধান তা বলছে না; বরং শীত মানে লেয়ারিং, টেক্সচারের খেলা আর নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ। চলতি বছরের শীতের ফ্যাশন ট্রেন্ড সেই সুযোগ নতুন উচ্চতায় নিয়ে গেছে। এবারের মৌসুমে পোশাক যদি হয় ক্যানভাস, তবে অ্যাকসেসরিজ হলো তাতে আঁকা নিখুঁত সব নকশা। অনুষঙ্গ এবার আর পার্শ্বচরিত্রে নেই; উঠে এসেছে মূল মঞ্চে। রানওয়ের আলো-আঁধারি থেকে শুরু করে রাজপথের ক্যাজুয়াল লুক—সবখানেই রাজত্ব করবে অ্যাকসেসরিজ। ব্যবহারিক উপযোগিতা এবং শৈল্পিক কল্পনার যে অনবদ্য মেলবন্ধন এবার ঘটতে যাচ্ছে, তা সাধারণ কোনো শীতের সকালকেও করে তুলতে পারে ফ্যাশন শোর রানওয়ে।
স্পর্শের আভিজাত্য
শীতের ফ্যাশনে আরাম ও আভিজাত্য যখন এক হয়, তখন সৃষ্টি ঘটে এক জাদুকরি আবেদনের। ২০২৬-এর শীতে এই আবেদনের মূলে রয়েছে স্পর্শ। এবারের ট্রেন্ড বলছে, যা কিছু কোমল, তা-ই ইন-স্টাইল। ফক্স ফার ও শিয়ারলিং জ্যাকেট বা অ্যাকসেসরিজ এবার আভিজাত্যের চূড়ান্ত প্রতীক।
বেল্টেড সিলুয়েট
কয়েক বছর ধরে চলা ঢিলেঢালা বা ওভারসাইজড পোশাকের ট্রেন্ড পাশ কাটিয়ে এবার ফোকাস ফিরে এসেছে কোমরের ভাঁজে। সূক্ষ্ম বা সরু বেল্টের যুগ সাময়িকভাবে বিদায় নিয়েছে; শীত ২০২৬ ঘোষণা করেছে স্টেটমেন্ট বেল্টের রাজত্ব। এবারের মূলমন্ত্র হলো ওয়েস্ট ডেফিনেশন বা কোমরের গড়নকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। শীতের ভারী কোট, ব্লেজার বা নিটওয়্যারের ওপর দিয়ে পরা চওড়া বেল্টগুলো পুরো লুকে নিয়ে আসছে একধরনের স্ট্রাকচার লুক। জাপানিজ ওবি স্টাইলের চওড়া বেল্ট থেকে শুরু করে একাধিক লেয়ারে পেঁচানো স্কিনি বেল্ট—সবই এখন হট ট্রেন্ড। তবে লাক্সারি বেল্টের জগতে এরমেস ও শ্যানেল নিজস্বতা বজায় রেখেছে। শ্যানেলের আইকনিক চেইন বেল্ট যখন কোনো একরঙা কোটের ওপর জড়ানো হয়, তা শুধু অনুষঙ্গ থাকে না; হয়ে ওঠে গয়নার মতো উজ্জ্বল।
আর্ম ক্যান্ডি
শীতকাল মানেই কালো ব্যাগ—এই অলিখিত নিয়ম এবার ভেঙে চুরমার। চলতি শীতে হ্যান্ডব্যাগের দুনিয়ায় রাজত্ব করছে বাদামি বা ব্রাউনের নানা শেড। চকলেট ব্রাউন, কগনাক, মোকা কিংবা ওয়ার্ম চেস্টনাট টোনগুলো ফ্যাশনিস্তাদের কাঁধে শোভা পাচ্ছে। রঙের পাশাপাশি ব্যাগের আকার ও টেক্সচারেও এসেছে আমূল পরিবর্তন। কুইল্টেড টেক্সচার এবং ভ্যানিটি কেসের মতো শক্ত কাঠামোর ব্যাগগুলো এবার ট্রেন্ড চার্টের শীর্ষে। স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুতি তাদের সাশ্রয়ী কিন্তু প্রিমিয়াম লুকের ব্রাউন লেদার ব্যাগের মাধ্যমে ইতিমধ্যে সাড়া ফেলেছে। সন্ধ্যার পার্টির জন্য দ্য হোয়াইট কোম্পানির নরম কুইল্টেড ব্যাগ কিংবা মনসুনের ভ্যানিটি কেসগুলো হাতে রাখলে লুকে আসবে ভিক্টোরিয়ান আভিজাত্য।
মুড জুয়েলারি
শীতের ভারী পোশাকের ভিড়ে গয়না যেন হারিয়ে না যায়, সেদিকেই এবার ডিজাইনারদের বিশেষ নজর। জুয়েলারির চলতি ধারা হলো গো বিগ অর গো হোম। সেই পুরোনো দিনের ছোট্ট লকেট বা কানের দুল এবার বিশ্রাম নিতে পারে। ফিরে এসেছে বড় আকারের ব্রোচ, চাঙ্কি পার্ল এবং ভাস্কর্যধর্মী ধাতব গয়না। ব্লেজারের ল্যাপেল বা কোটের কলার—সেখানে একটি বড় স্টেটমেন্ট ব্রোচ পুরো চেহারাই বদলে দিতে পারে।
প্যারিসিয়ান স্কার্ফ স্টাইল
শীতের অন্যতম অনুষঙ্গ স্কার্ফ এবার তার চিরাচরিত ব্যবহার থেকে বেরিয়ে এসেছে। কেবল গলায় পেঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৬-এর শীতে স্কার্ফ ব্যবহৃত হচ্ছে বেল্ট হিসেবে। কখনো মাথায় বাঁধা হচ্ছে সিক্সটিজ স্টাইলের হেডব্যান্ড হিসেবে, কখনোবা হ্যান্ডব্যাগের হ্যান্ডলে বেঁধে তৈরি করা হচ্ছে এফোর্টলেস প্যারিসিয়ান লুক।
ওল্ড চার্ম
এই শীতের সবচেয়ে বড় ট্রেন্ড হলো স্টেটমেন্ট বেল্ট। আলমিরাতে থাকা ঢিলেঢালা বা ওভারসাইজড কার্ডিগান, পুরোনো ট্রেঞ্চ কোট বা সাধারণ নিট সোয়েটারটি বের করুন। বোতাম না লাগিয়ে কোট বা কার্ডিগানের ওপর দিয়ে একটি চওড়া বা ওবি-স্টাইল বেল্ট শক্ত করে বেঁধে নিন। এটি আপনার পুরোনো পোশাকের সিলুয়েট সম্পূর্ণ বদলে দেবে এবং কোমরের গড়ন আকর্ষণীয় করবে। বেল্ট না থাকলে গত বছরের কোনো রঙিন সিল্ক স্কার্ফ কোমরে পেঁচিয়ে বেঁধে নিতে পারেন; তাতেও দারুণ স্টাইলিশ দেখাবে।
ব্রোচ রিভাইভাল
জুয়েলারিতে ব্রোচের বড় প্রত্যাবর্তন ঘটেছে। আপনার সাধারণ একরঙা ব্লেজার বা পুরোনো জ্যাকেট যদি একঘেয়ে লাগে, তবে এই ট্রিক হতে পারে কার্যকর সমাধান। কোটের ল্যাপেল বা কলারের এক পাশে একটি বড় আকারের ভিনটেজ ব্রোচ জুড়ে নিতে পারেন। বড় ব্রোচ না থাকলে তিন-চারটি ছোট ব্রোচ বা পিন একসঙ্গে এঁটে নিয়ে ক্লাস্টার লুক তৈরি করা সম্ভব। এতে পাঁচ বছরের পুরোনো কোটকেও নতুন ডিজাইনার পিসের মতো দেখাবে।
ডিটাচেবল ফার
যেহেতু এবার ফক্স ফার ও শিয়ারলিংয়ের রাজত্ব, সাধারণ জ্যাকেটে এই ছোঁয়া নিয়ে এলে দারুণ হবে! বাজার থেকে আলাদা ফক্স ফার কলার বা কাফ কেনা সম্ভব। এগুলো পুরোনো ডেনিম বা লেদার জ্যাকেটের কলারে সেফটি পিন বা সেলাই দিয়ে এঁকে নিলেই তৈরি হবে নতুনত্ব। মুহূর্তেই সাধারণ জ্যাকেটটি একটি লাক্সারি শিয়ারলিং জ্যাকেটের লুক পাবে।
ব্যাগ গ্লোআপ
গত বছরের কালো ব্যাগটি হয়তো এবারের চকলেট ব্রাউন ট্রেন্ডের সঙ্গে মিলছে না। চিন্তা নেই; অ্যাকসেসরিজ দিয়ে এটি আপডেট করা সম্ভব। ব্যাগের হ্যান্ডেলে একটি বাদামি, কপার বা গোল্ডেন প্রিন্টের সিল্ক স্কার্ফ পুরোটা পেঁচিয়ে নেওয়া অথবা এক পাশে নট বেঁধে ঝুলিয়ে দেওয়া যায়। এটি কালো ব্যাগেও ওয়ার্ম টোন এনে দেবে এবং প্যারিসিয়ান স্টাইল তৈরি করবে।
বাটন মেকওভার
এটি একদম কম খরুচে কিন্তু সবচেয়ে কার্যকর উপায়। পুরোনো কোট বা কার্ডিগানের সাধারণ প্লাস্টিকের বোতামগুলো কেটে ফেলে দেওয়া চাই প্রথমে। সেখানে সোনালি রঙের মেটালিক, পার্ল বসানো কিংবা ভিনটেজ ডিজাইনের বড় বোতাম লাগিয়ে নিলেই, ব্যস। এই সামান্য পরিবর্তনে পোশাকটিকে বেশ দামি এবং আভিজাত্যপূর্ণ মনে হবে।
লেয়ারিং গেম
গেল বছরের সাধারণ শার্ট বা সামার ড্রেসগুলো শীতে পরার অনুপযোগী মনে হতে পারে। কিন্তু লেয়ারিং করে এগুলোই হয়ে উঠতে পারে ট্রেন্ডি। একটি টাইট ফিটিং হাই-নেক বা টার্টলনেক সোয়েটারের ওপর আপনার পুরোনো সাদা শার্ট বা স্লিভলেস ড্রেসটি পরে নিতে পারেন। এরপর গলায় একটি চাঙ্কি চেইন বা মুক্তার মালা যোগ করুন। এটি আপনাকে উষ্ণ রাখবে এবং একই সঙ্গে অত্যন্ত আধুনিক দেখাবে।
সক ইট আপ
নতুন বুট কেনার বাজেট থাকতেই হবে; এমন নয়; বরং গত বছরের লোফার বা হিল জুতাকে শীতের উপযোগী করে নেওয়া যেতে পারে। জুতার সঙ্গে উজ্জ্বল রঙের বা টেক্সচারড যেমন গ্লিটার বা উল মোজা চলবে বেশ। এবার মোজা দেখা যাওয়াটাই ফ্যাশন। এটি লুকে আনবে প্রাণবন্ত ভাব।
ফ্যাশন ট্রেন্ড বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, এবারের শীত নিজেকে লুকিয়ে রাখার নয়; বরং প্রকাশ করার। আবার শীতের ফ্যাশন মানেই নতুন কিছু কেনা নয়; বরং পুরোনোকে নতুন দৃষ্টিতে দেখা। আলমারির পুরোনো কাপড়গুলো ক্যানভাস; আর বেল্ট, ব্রোচ ও স্কার্ফ রংতুলি। আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাহস নিয়ে এক্সপেরিমেন্ট করলে দেখা যাবে, গত বছরের সেই সাধারণ সোয়েটারই হয়ে উঠেছে এ বছরের সবচেয়ে গ্ল্যামারাস আউটফিট!
স্বর্ণা রায়
মডেল: মম
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
