ফিট চেক I শর্ট শার্প শিক
ক্ল্যাসিক টেইলরড ব্লেজারের শর্ট ভার্সন। স্ট্রাকচারড। ফ্যাশন ফরোয়ার্ড। স্ট্রিটওয়্যার থেকে ওয়্যারড্রোব স্ট্যাপেল। জেন্ডার নিউট্রাল। পাওয়ার ড্রেসিংয়ের অংশ। লিনেন, টুইড, ডেনিম ও সিল্ক ব্লেন্ড। সব ধরনই ইন! কালচারাল শিফটের প্রাপ্তি। ডেস্ক বাউন্ড লাইফস্টাইল থেকে পরিবর্তনের নিদর্শন। টেইলরিংয়ের চিরায়ত সূত্র ভেঙে নতুন কিছু। যেমনটা বদলে যাচ্ছে জীবনযাপন। মিলেনিয়াল আর জেনারেশন জেডের পাওয়ার ড্রেসিং প্ল্যানে ক্রপড ব্লেজারের বাজিমাত। প্লেফুলনেস শতভাগ। ওয়াইড লেগ থেকে শাড়ি—সবকিছুতে জমতে পারে ঐকতান। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে
ফ্যাশন ডেস্ক
মডেল: শিমলা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: তেনজিং চাকমা
ছবি: জিয়া উদ্দীন
