skip to Main Content

সম্পাদকীয়

দিনের আকাশে গনগনে সূর্য। কালেভদ্রে মেঘের লুকোচুরি আর একপশলা বৃষ্টি নেমে এলেও উত্তাপের বাহাদুরির যেন শেষ নেই! এ সময়ে সাধারণত এমনটাই ঘটে। কেননা, বাংলার প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। এই ঋতুর বিশেষত্বকে প্রাধান্য দিয়ে সাজানো হলো এবারের ক্যানভাস।
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে চলছে মে মাস। বিবিধ কারণে এ মাসের বিশেষ তাৎপর্য রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। মাসটির প্রথম দিন আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর সকল শ্রমিক যেন ন্যায্য মজুরি ও মর্যাদা পান, সেই দাবি রইল।
এ মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস। মায়ের কোনো তুলনা হয় না, বলা বাহুল্য। তার যথাযোগ্য যত্ন, শ্রদ্ধা ও সম্মান নিশ্চিত করা সন্তানের কর্তব্য। আমরা যেন সেই কর্তব্যে হেলা না করি, সে বিষয়ে আলোকপাত করা হলো এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে দেশের করপোরেট সেক্টরে কর্মরত একজন সফল সিঙ্গেল মাদারের একান্ত জীবনের গল্প, অন্যের মনোযোগ পেতে নিজেকে নিদারুণ কষ্ট দেওয়ার মতো ভয়াবহ মানসিক ব্যাধি থেকে উত্তরণের বিশেষজ্ঞ পথনির্দেশনা, পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমিতে দুঃসাহসিক ও কষ্টসহিষ্ণু ভ্রমণকাহিনি, ঢাকা শহরের এক ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক সমাধিক্ষেত্র সংস্কারের হালনাগাদ প্রভৃতি।
আমাদের দেশের তৈরি পোশাকশিল্পের ৫৫ শতাংশ শ্রমিকই নারী। তাদের নীতিনির্ধারক হিসেবেও অনেক নারী দায়িত্ব পালন করছেন। নারী অধিকারের এই অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তাদের ভূমিকা জানার চেষ্টার পাশাপাশি ওয়ার্কিং মাদারহুড সামলানোর চিত্র নিয়ে এবারের কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রইল চার্ম নেকলেসের চমক, সিকুইন ড্রেসের আদ্যোপান্ত, সময়োপযোগী পোর্টফোলিও, কেনাকাটায় ডিডোরো ইফেক্টের ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি।
ত্বকযত্নে বিউটি ওয়াটারের ভূমিকার পাশাপাশি দেহের অবাঞ্ছিত লোম পরিষ্কারের পর ত্বকে পড়ে যাওয়া দাগ সারাইয়ের উপায় সন্ধান, গরমের ফলে অতিরিক্ত ঘামা মাথার ত্বকের সঠিক যত্ন-আত্তি, মেকআপ প্রোডাক্টে থাকা উপাদানগুলোর উপকার ও অপকার আর কার্যকারিতার খুঁটিনাটি, সামারপ্রুফ হেয়ার পাওয়ার পন্থা হাজির করাসহ নিয়মিত বিভাগগুলো জায়গা পেল বিউটি সেগমেন্টে।
গরমে আরাম এনে দেওয়ার মতো জুসের রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতেই। এই সেগমেন্টে আরও রইল শরীর শীতল রাখতে খাদ্যতালিকা বাছাইয়ে পুষ্টিবিদের দিকনির্দেশনা, মিটলেস মিটের প্রয়োজনীয়তা ও অগ্রগতি, হরপ্পা সভ্যতার খাদ্যাভ্যাস অন্বেষণ, মালাই-বরফের বৈচিত্র্যের খোঁজ প্রভৃতি।

বৈরী আবহাওয়ায় জীবনযাপনে যথাবিহিত সতর্কতা অবলম্বন দরকার সবার। ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top