সঙ্গানুষঙ্গ I লাকি চার্ম
ব্যক্তিত্ব আর স্বাতন্ত্র্য প্রকাশই মুখ্য। মিনিমালিজম থেকে ক্রোশ দূরে। মোর ইজ মোর স্টেটমেন্টে মুখর
বছরের পর বছর গয়নার জগতে অনেক পরিবর্তন এসেছে। ২০২৩ সালে জুয়েলারি ডিজাইনে মিনিমালিস্টিক ধারার প্রবণতা থাকলেও ২০২৪ থেকে ম্যাক্সিমালিস্ট স্টাইলের দাপট শুরু হয়। সেই পালে হাওয়া দিতে এ বছর ট্রেন্ডে উঠে এসেছে চার্ম নেকলেস। এই গয়নার সবচেয়ে ভালো দিক, এতে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। অভিব্যক্তি প্রকাশে সক্ষম। সাজিয়ে নেওয়া যায় নানা স্টাইলে।
চার্ম নেকলেস ব্যক্তির আগ্রহ, স্মৃতি বা আবেগ গয়নার মাধ্যমে ব্যক্ত করার চমৎকার মাধ্যম। ব্যক্তিগতকরণের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এই গয়নার ট্রেন্ড। কেননা হাল ফ্যাশনে জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয়, তা হয়ে উঠছে অর্থপূর্ণ এবং পরিচয় প্রকাশের মাধ্যম।
কিছুদিন আগেও গয়না ছিল সূক্ষ্ম ও উচ্চমানের উপকরণে নির্ভরশীল। কিন্তু বর্তমানে, ফ্যাশনের দৃশ্যপট একেবারে বদলে গেছে; ঝুঁকছে ম্যাক্সিমালিস্ট স্টাইলের দিকে। সাদামাটা ও সংযত ফ্যাশন এখন বড্ড সেকেলে; বরং বলিষ্ঠ, রঙিন ও বৈপরীত্যপূর্ণ উপাদানগুলোর যুগ শুরু হয়েছে। চার্ম নেকলেস এই ম্যাক্সিমালিস্ট বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশ।
চার্ম নেকলেস ট্রেন্ডের শীর্ষে ওঠার পেছনে একটি প্রধান কারণ হলো এটি স্মৃতি, আগ্রহ বা আবেগের সঙ্গে জড়িত। এ ক্ষেত্রে বড় প্রভাব রেখেছিল টেইলর সুইফটের ‘এরাস ট্যুর’। যেখানে ভক্তরা একে অপরের সঙ্গে ফ্রেন্ডশিপ ব্রেসলেট এবং অন্যান্য ট্রিংকেট বিনিময় করেছিলেন। পরে এগুলো শুধু স্মৃতি বা বন্ধুত্বের প্রতীক হয়ে রয়ে যায়নি; বরং স্টাইলের অনন্য উপকরণ হিসেবেও ব্যবহৃত হতে শুরু করে।
চার্ম নেকলেস একাধিক রকমের হতে পারে; তবে ইদানীং কোনো কোনোটি বিশেষভাবে জনপ্রিয়। এগুলোর মধ্যে রয়েছে পারসোনালাইজড চার্ম; যেমন অক্ষর এবং রাশিচিহ্ন, খেলার আকৃতির ডিজাইন, ক্ল্যাসিক মুক্তা এবং রোমান্টিক প্রতীকের সঙ্গে সম্পর্কিত চার্ম। এ বছরের ট্রেন্ডে রয়েছে কোনগুলো:
ইওর স্টোরি, ইওর স্টাইল
২০২৫ সালে জনপ্রিয় হওয়া অন্যতম ট্রেন্ড হলো লেটার চার্ম। সাধারণত নামের প্রথম অক্ষর, প্রিয় ব্যক্তির নাম, এমনকি কোনো প্রিয় শব্দ বা বাক্যও এ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। লেটার চার্ম গয়নাকে ব্যক্তিগত রূপ দিতে সক্ষম। এ ছাড়া নানা রাশির চার্ম চিহ্নও জনপ্রিয় হয়ে উঠছে।
জিওমেট্রিক
কিউব চার্ম জ্যামিতিক ডিজাইনের এক গুরুত্বপূর্ণ উদাহরণ, যা এই বছরে ট্রেন্ডে রয়েছে। কিউবের স্পষ্ট ও তীক্ষ্ণ রেখাগুলো প্রথাগত গয়না ডিজাইনের তুলনায় অনেক বেশি বোল্ড ও আধুনিক। এই চার্মগুলো সাধারণত যেকোনো লেটার, শেপ বা অন্যান্য প্রতীকের সঙ্গে সংযুক্ত থাকে, যা সেগুলোকে আরও বেশি শার্প অ্যান্ড এজি করে তোলে। আরবান পিসেসের ডালি হার্ট চার্মস এমনই একটি উদাহরণ, যা কিউব ও হার্ট শেপের মিশ্রণে তৈরি।
ক্ল্যাসিক মিটস ট্রেন্ড
মুক্তা সব সময় ক্ল্যাসিক। তবে হালে এ দিয়ে তৈরি চার্মগুলোর জনপ্রিয়তা বেড়েছে। ফ্রেশওয়াটার পার্ল থেকে তৈরি চার্ম গয়নার ট্রেন্ডে অভিনব পরিবর্তন এনেছে, যা ক্ল্যাসিক সৌন্দর্য আর আধুনিকতার এক সুনিপুণ মেলবন্ধন। এই চার্মগুলোর সৃজনশীল থেকে বিলাসী—যেকোনো স্টাইলের সঙ্গে মানিয়ে যেতে পারে খুব সহজে।
প্লেফুল অ্যান্ড প্রিটি
চার্ম নেকলেসের মাধ্যমেও ছোট ছোট গল্প বলা যেতে পারে, যা একে খুব ফাঙ্কি আর প্লেফুল করে তোলে। এ ক্ষেত্রে কিছু প্রতীক যেমন রোজ, ককটেল গ্লাস এবং হার্ট শেপের চার্মগুলো গ্রহণযোগ্যতা পাচ্ছে বেশি।
স্টাইলিং
চার্ম নেকলেসের সবচেয়ে চমৎকার বিষয় তার বৈচিত্র্য। তাই এর স্টাইলিংও করা যেতে পারে বেশ কয়েক উপায়ে। লেয়ারিংয়ের মাধ্যমে এ ধরনের নেকলেসকে অত্যন্ত স্টাইলিশভাবে পরা সম্ভব। ছোট চেইনের সঙ্গে একটি অথবা লম্বা চেইনের সঙ্গে একাধিক চার্ম, যেকোনো উপায়ে লেয়ারিং করে নিলে বেশ আধুনিক ও আকর্ষণীয় লুক তৈরি হতে পারে।
নেকলেস আরও বিশেষভাবে তৈরি করতে চাইলে বিভিন্ন ধরনের চার্ম একত্র করে নেওয়া যেতে পারে। একটি অক্ষরের সঙ্গে প্রতীক, মুক্তা ও জ্যামিতিক ডিজাইনের সংমিশ্রণ করা সম্ভব। বর্তমান সময়ে জামার সঙ্গে মিলিয়ে শুধু স্বর্ণ কিংবা রুপা পরতে হবে, এমনটা নয়। স্বর্ণ ও রুপা একসঙ্গেও ব্যবহৃত হচ্ছে। এই সবকিছুর পাশাপাশি ফ্লোরাল ডিজাইন, রোমান্টিক হার্ট বা গ্ল্যামারাস চার্ম—এগুলো মানিয়ে যেতে পারে যেকোনো পোশাক, স্টাইল কিংবা লুকের সঙ্গে।
চার্ম নেকলেস নিয়ে অনেক জনপ্রিয় ব্র্যান্ড কাজ করছে; তবে কিছু নেকলেস আছে, যা বিশ্বজুড়ে একটু বেশি নজর কাড়ছে ফ্যাশনিস্তাদের।
ফ্রি পিপল ম্যাক্সামিলিয়ন চার্ম নেকলেস
ক্যাজুয়াল গয়নার ক্ষেত্রে ওয়েস্টার্ন স্টাইল সব সময় বেশ ট্রেন্ডি। হর্স শু, প্লেয়িং কার্ড, ওয়াইল্ড ওয়েস্ট স্নেক—এসব চার্ম নিয়ে বানানো এই নেকলেস নিমেষে কাওগার্ল ফিল দিতে পারে। রাস্টিক আর মডার্নের মিশেলে এ এক দারুণ স্টেটমেন্ট পিস। পাওয়া যাবে ফ্রি পিপলের ওয়েবসাইটে।
দ্য মেট মিউজিয়াম ইউরোপিয়ান ক্যামিও চার্ম নেকলেস
উনিশ শতকের ভিনটেজ ক্যামিও পোর্ট্রেট চার্ম নিয়ে তৈরি এই নেকলেস পরলে মনে হতে পারে, এক টুকরো আর্ট পরে নেওয়া হয়েছে। ইউরোপিয়ান ক্যামিও ভিনটেজ; তবে ক্ল্যাসিক। তাই এই নেকলেসে পাওয়া যেতে পারে মডার্ন এলিগ্যান্সের ছোঁয়া। মেট মিউজিয়ামের ওয়েবসাইট থেকে বেছে নেওয়া যায় মানানসই একটি নেকলেস।
চান লু আর্টেমিস চার্ম নেকলেস
এই বছরের বড় ট্রেন্ড মিক্সড মেটাল! গোল্ড, সিলভার, ল্যাব্রাডোরাইট ও মুক্তার কম্বিনেশনে তৈরি এই নেকলেস ভিনটেজ ইন্সপায়ার্ড হলেও খুব ফ্যাশনেবল। পছন্দের ডিজাইন মিলে যেতে পারে ব্র্যান্ডটির ওয়েবসাইটে।
ডোন্ট লেট ডিসকো দ্য টাইড-কিসড ট্রিংকেট নেকলেস
যারা সমুদ্রপ্রেমী, তাদের জন্য এমন একটি নেকলেস কালেকশনে থাকা চাই। বিডেড ডিজাইনের এই নেকলেসে যেন ধরা পড়ে সমুদ্রের লুকানো রহস্য। কোস্টাল ভাইব বা সিটি লুক—সবকিছুতেই মানিয়ে যেতে পারে নিমেষে! অর্ডার করা যাবে Dontletdisco.com এ।
গ্রেক্যাটভ্যালি চ্যাপেল রোন ইন্সপায়ার্ড চার্ম নেকলেস
র্যাবিট, ওয়ান্ড, রেড ওয়াইন গ্লাস, ক্লোভার—এসব চার্ম নিয়ে বানানো গ্রেক্যাটভ্যালির এই ইউনিক পিস চ্যাপেল রোনের ফ্যানদের জন্য আদর্শ! পাওয়া যাবে এটসি-তে।
ডিওর লাকি চার্ম নেকলেস
ডিওর-এর নিজস্ব লোগো চার্মের পাশাপাশি ক্লোভার, স্টার, হার্ট ও মুক্তা—এই নেকলেস শুধু গয়না নয়, লাকি চার্ম হিসেবেও জনপ্রিয়। কালেকশনে একটা লাক্সারি চার্ম নেকলেস যোগ করতে চাইলে অর্ডার করা যাবে ডিওর-এর ওয়েবসাইটে।
কোচ আইকনিক চার্ম চেইন নেকলেস
সাতটি গোল্ড চার্মের কম্বিনেশন তৈরি কোচের এই চার্ম নেকলেস নিজ গুণে অনন্য। ওয়াইটুকে মল ইন্সপায়ার্ড লুক কিংবা লাক্সারি লুক—সবেতেই মানানসই। পাওয়া যাবে কোচের ওয়েবসাইটে।
বাবলবার কাস্টম বিড চার্ম নেকলেস
চার্ম নেকলেস মানেই নিজস্ব ব্যক্তিত্ব, কোনো স্মৃতি বা সময়কাল প্রকাশের এক অনন্য মাধ্যম। বাবলবারের ওয়েবসাইটে নিজের ইনিশিয়াল, জন্মপাথর বা পছন্দের শেপের চার্ম বেছে নেওয়া যাবে সম্পূর্ণ নিজের মতো করে!
এগুলো ছাড়াও সোয়ারস্কি, মিগনন গ্যাভিনান বা বাইক্যারির মতো ব্র্যান্ডগুলো তৈরি করে থাকে বিভিন্ন ধরনের চার্ম নেকলেস। নাম বা বিশেষ কোনো লেটার চার্ম দিয়ে বানানো স্টেটমেন্ট পিস, চাঙ্কি গোল্ড চেইন ও জেমস্টোন চার্মের কম্বিনেশনে বোল্ড নেকলেস অথবা চাঁদ, ক্লোভার, হর্স শু ও ইভিল আই চার্ম দিয়ে তৈরি নেকলেস—যেকোনোটাই বেছে নেওয়া যাবে ব্র্যান্ডগুলোর ওয়েবসাইট থেকে। চাইলে একাধিক চার্ম যোগ করে এটি আরও ব্যক্তিগত করে নেওয়া যায়; যা প্রিয়জনের নাম, একটি ছোট্ট হার্ট বা পছন্দের কোনো আইকন—যেকোনো কিছু দিয়ে সাজানো সম্ভব।
এই যে নিজের মতো করে সাজিয়ে নিজের স্বতন্ত্র স্টাইল হিসেবে পরা যেতে পারে, এটিই চার্ম নেকলেসের সৌন্দর্য!
শিরীন অন্যা
মডেল: প্রজ্ঞা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
