মঙ্গলবার (১৩ মে ২০২৫) ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসর। চলবে ২৪ মে ২০২৫ পর্যন্ত।
প্রথম দিনেই উৎসবের লাল গালিচায় মনোমুগ্ধকর ফ্যাশনের ঝলক দেখিয়েছেন বহু তারকা। সেখান থেকে বাছাইকৃত কয়েকটি নমুনায় চোখ রাখা যাক:

হলিউড তারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও। ওয়্যারড্রোব: সেলিন হম।। ছবি: গেটি ইমেজ [পেজ সিক্স-এর সৌজন্যে]

আমেরিকান মডেল বেলা হাদিদ। ওয়্যারড্রোব: সেন্ট লরেন।। ছবি: পেজ সিক্স-এর সৌজন্যে

ভারতীয় মডেল উর্বশী রাউতেলা। ছবি: পাস্কেল লা সেগ্রেটেইন/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]

ইন্টারনেট পারসোনালিটি হফিট গলান। ছবি: ডেডলাইন/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]

মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। ওয়্যারড্রোব: তামারা রালফ কতুর।। ছবি: গেটি ইমেজ [পেজ সিক্স-এর সৌজন্যে]

অস্ট্রেলিয়ান মডেল শানিনা শাইক। ছবি: ওয়্যারইমেজ [পেজ সিক্স-এর সৌজন্যে]

ব্রাজিলিয়ান মডেল আলেসান্দ্রা আমব্রোসিও। ওয়্যারড্রোব: জুহেইর মুরাদ কতুর।। ছবি: জোয়েল সি রায়ান/ইনভিশন/এপি [পেজ সিক্স-এর সৌজন্যে]

হলিউড অভিনেত্রী জুলিয়া গার্নার। ওয়্যারড্রোব: গুচি। জুয়েলারি: পাস্কেল ব্রুনি।। ছবি: ভিত্তোরিও জুনিনো সেলোত্তো/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]

রাশিয়ান মডেল ইরিনা শাইক। ওয়্যারড্রোব: আরমানি প্রাইভ।। ছবি: দানিয়েলে ভেন্তুরেল্লি/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]

জার্মান-আমেরিকান মডেল হেইডি ক্লুম। ওয়্যারড্রোব: এলি সাব।। ছবি: ভিত্তোরিও জুনিনো সেলোত্তো/গেটি ইমেজ [হারপার’স বাজার-এর সৌজন্যে]
- ক্যানভাস অনলাইন
কোলাজ: ক্যানভাস

