মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানা গেছে। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকেট বিক্রি করছে তারা। সম্প্রতি এ রকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে কর্তৃপক্ষ জানায়, কিছু দর্শক এ ধরনের সাইট থেকে টিকেট নিয়ে সিনেমা দেখতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তাই দর্শকদেরকে এসব প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলা হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেজ কিংবা গ্রুপ থেকে টিকিট ক্রয় করবেন না। আপনার ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক একাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকেট সংগ্রহ করতে পারেন।’
‘স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা চাই না কোনো অসাধু চক্রের কারণে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক,’ যোগ করেন তিনি।
- ক্যানভাস অনলাইন
ছবি: স্টার সিনেপ্লেক্স-এর সৌজন্যে

