skip to Main Content
নতুন ‘কারাতে কিড’ সঙ্গে নিয়ে দেশে নতুন ‘সুপারম্যান’

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (১১ জুলাই ২০২৫) পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, আন্তর্জাতিক মুক্তির দিনেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। বহুল কাঙ্ক্ষিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই রয়েছে আলোচনার তুঙ্গে।

‘সুপারম্যান’-এর পাশাপাশি একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’। বিশ্বের অন্যান্য দেশে এরইমধ্যে মুক্তি পাওয়া এই ছবিও দর্শকমহলে দারুণ সাড়া জাগিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সুপারম্যান

‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট অ্যা বার্ড? ইজ ইট অ্যা প্লেইন? নো, ইটস সুপারম্যান।’ মেট্রোপলিশের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই এভাবেই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। শৈশবের একটা সময়ে অনেকেই হতে চেয়েছেন সুপারম্যান। ১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের প্রথম ইস্যুর রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাবের পর থেকে কেবল কমিকসপড়ুয়াদের মনেই জায়গা করে নেয়নি; বরং সুপারহিরো নামের ভিন্ন এক ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সুপারম্যান টিকে আছে আশা, সততা ও শক্তির প্রতীক হিসেবে। তাই তো এখনো সমান জনপ্রিয় সবার কাছে।

কমিকসের পাতায় আগমনের পর এই দীর্ঘ সময়ে সুপারম্যানের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। তবে তার ন্যায়পরায়ণতা এবং মানবিক মূল্যবোধের পরিবর্তন ঘটেনি। ব্যাটম্যানের মতো সেও কাউকে হত্যায় বিশ্বাসী নয়। সুপারম্যান চাইলেই তার ক্ষমতা দিয়ে পৃথিবী শাসনের স্বপ্ন দেখতে পারত; পারত তার সব প্রতিদ্বন্দীকে ধুলোয় মিশিয়ে দিতে। কিন্তু সে একটি ফার্মে দুজন সাধারণ মানুষের কাছ থেকে কিছু অসাধারণ শিক্ষা পেয়েছে। জেনেছে তার ক্ষমতাগুলো সুন্দর; এই সুন্দর ক্ষমতা দিয়ে সে পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবে।

সুপারম্যান তার ক্রিপ্টোনিয়ান বাবা-মার কাছ থেকে যা পেয়েছে, তার মধ্যে সে এস-এর মতো দেখতে চিহ্নটিকে সব সময় তার বুকে ধারণ করে। এই চিহ্নের অর্থ আশা। সে এই পৃথিবীর মানুষের কাছে আশার প্রতীক।

সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। ভক্তদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আবারও বড় পর্দায় আসছে এই সুপারহিরো। জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার এ চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। সুপারম্যানকে সব সময়ই দেখা যায় নানা সমস্যা মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। জানা গেল, এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয়; বরং মানবিকতা, অভিবাসন, রাজনীতি ও সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরবে।

ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে।”

কারাতে কিড: লিজেন্ডস

বিশ্বজুড়ে কুংফু কারাতে আর জ্যাকি চ্যান ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। মার্শাল আর্ট অ্যাকশন সিনেমার সুপারস্টার জ্যাকি চ্যান আবারও পর্দায় এসেছেন ভক্তদের আকাঙ্ক্ষা পূরণে। এবারের সিনেমা ‘কারাতে কিড: লিজেন্ডস’। এটি ‘কারাতে কিড’ ফ্র্যাঞ্চাইজির একটি নতুন কিস্তি, যেখানে জ্যাকি চ্যান মিস্টার হান এবং রাফ মাচ্চিও ড্যানিয়েল লারসোর ভূমিকায় অভিনয় করেছেন।

‘কারাতে কিড: লিজেন্ডস’ মূলত ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’ সিনেমার একটি সিক্যুয়েল এবং একই সঙ্গে ‘কোবরা কাই’ টেলিভিশন সিরিজের একটি ধারাবাহিকতা। এতে দেখা যাবে, লি নামে এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। জ্যাকি চ্যান এখানে মিস্টার হানের চরিত্রে অভিনয় করছেন, যিনি লিকে প্রশিক্ষণ দেবেন এবং তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন। এই ছবিতে জ্যাকি চ্যান তার নিজের স্টান্টগুলো নিজেই করছেন, যা ৭১ বছর বয়সেও তার ফিটনেস ও অ্যাকশন দক্ষতা প্রমাণ করে।

চলচ্চিত্রটি পুরনো কারাতে কিড ফ্র্যাঞ্চাইজির একটি নতুন দিক উন্মোচন করবে এবং পুরনো ও নতুন প্রজন্মের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top