বিউটি বক্স
ইএলএফের কনটুর প্যালেট
কমপ্যাক্ট পাউডারে কনটুরের গুণসমৃদ্ধ প্যালেট বাজারে এনেছে আমেরিকান ব্র্যান্ডটি। মোট চারটি শেডে। সব কটিই ব্রোঞ্জ মেটালের ছোঁয়ায় উজ্জ্বল। এতে স্ক্যাল্পিংয়ের গুণ যেমন আছে, তেমনি ত্বকের রং উজ্জ্বল করতে সক্ষম। এই কনটুর পাউডারের ফর্মুলা স্যাটিন ফিনিশের। তাই মেকআপকে কোমল করে তোলে। মিডিয়াম কাভারেজ। অর্থাৎ ত্বকে খুব ভারী কোনো আস্তরণ তৈরি করে না। হালকা প্রলেপেই বাজিমাত। এতে উপস্থিত আছে ভিটামিন ই; যা ত্বককে মসৃণ রাখার গুণাবলিসম্পন্ন। সব ধরনের ত্বকে ব্যবহারের উপযোগী। আকারেও বেশ ছোট। বহন করা যায় সহজে। ভেগান পণ্য। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি। দাম ৯০০ টাকা।
ইট কসমেটিকসের ব্যারিয়ার বুস্ট ক্রিম
যুক্তরাষ্ট্রের এই বিউটি ব্র্যান্ডের জনপ্রিয় ক্রিম সিরিজ কনফিডেন্স ইন আ ক্রিম। তালিকায় নতুন যোগ হয়েছে ব্যারিয়ার বুস্ট ক্রিম। ইট কসমেটিকসের দাবি, ক্রিমে উপস্থিত ভিটামিন এফ কমপ্লেক্স ত্বককে একটানা ১০০ ঘণ্টা পর্যন্ত আর্দ্র রাখতে সক্ষম। আরও জানা যায়, এটি একই সঙ্গে সারিয়ে তোলে ত্বকের ক্ষত। তাই ত্বক শুষ্ক যেমন হয় না, তেমনি যত্নও হয় ঠিকঠাক। সংবেদনশীল ত্বকেও ব্যবহার করা যাবে। এতে আরও আছে সেরামাইড; যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ব্যারিয়ারকে শক্তিশালী করে। টেক্সচার মোলায়েম। এই ক্রিম সুগন্ধমুক্ত। চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষিত। ইট কসমেটিকস পরিচালিত একটি জরিপে জানা যায়, ৯৮ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, মেকআপের বেইস হিসেবে বেশ ভালো অভিজ্ঞতা দিয়েছে এই ক্রিম। তেলতেলে ভাব হয় না। ট্রাভেল সাইজের মূল্য প্রায় ১ হাজার ১০০ টাকা।
ভোয়া হেয়ারকেয়ার রিচুয়াল
কানাডিয়ান হেয়ারকেয়ার ব্র্যান্ডটি বাজারে এনেছে হেয়ারকেয়ার সেট। মোট তিনটি পণ্য আছে এতে। সানরাইজ রিচুয়ালস শ্যাম্পু; যা চুলকে করবে ভোরবেলার আকাশের মতো পরিষ্কার। সানসেট রিচুয়ালস কন্ডিশনার চুলের আর্দ্রতা বজার রাখতে ভূমিকা রাখে। কোমলতা ও ভলিউম বাড়ায়। এই দুয়ের সঙ্গে আরও আছে একটি কুইক ড্রাই মাইক্রোফাইবার টাওয়েল; চা চুলকে দ্রুত শুকাতে সাহায্য করে। ভাঙন রোধে সহায়ক। এতে উপস্থিত হায়ালুরনিক ও ল্যাকটিক অ্যাসিড চুলে পুষ্টির যোগান দেয় । আর ম্যান্ডারিন, গ্রিন টি, ফ্রেশিয়া ও জেসমিনের মতো প্রাকৃতিক উপাদানের উপস্থিতি থাকায় চুল থাকে সতেজ। খরচ হবে প্রায় সাড়ে ৮ হাজার টাকা।
ব্রিওজিও স্ক্যাল্প রিভাইভাল মেগা স্ট্রেন্থ ড্যানড্রাফ শ্যাম্পু
স্ক্যাল্প হেলথ নিয়ে বেশ ভাবছে হেয়ারকেয়ার এরিয়া। এই দলে যোগ দিয়েছে আমেরিকান ব্র্যান্ড ব্রিওজিও। বাজারে এনেছে নতুন এক শ্যাম্পু। ড্যানড্রাফ, সোরায়সিসসহ অন্যান্য ত্বকের সমস্যা থেকে আসা ইচিং, রেডনেস, ফ্লেকিং আর ইরিটেশন কমিয়ে আনতে পারে সহজে। এর হিরো ইনগ্রেডিয়েন্টস চীনের বিখ্যাত বিনচোতান চারকোল; যা স্ক্যাল্পের ডিপ ক্লিনিং ও এক্সফোলিয়েশন করে। এই শ্যাম্পু স্ক্যাল্পকে দেয় হাইড্রেশন বুস্ট। তাই চুলের আর্দ্রতা ঠিক থাকে। চুল থেকে মুছে ফেলে টক্সিন; নিউট্রিয়েন্টস আর ন্যাচারাল ময়শ্চার বজায় রেখে। এ ছাড়া আছে টি ট্রি অয়েল আর নারকেল তেল। দুই-ই মাথার তালু ঠান্ডা করে। চুল ময়শ্চারাইজ ও কোমল রাখে। এই শ্যাম্পু সালফেট ও প্যারাবেন-ফ্রি। মিলেনিয়াল আর জেন-জেডের ‘ক্লিন বিউটি’ চাহিদার সঙ্গে মানানসই। কেনা যাবে প্রায় ৭ হাজার টাকায়।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
