রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে নিয়োগ পেলেন মো. আল আমিন। এর ফলে তিনিই দক্ষিণ এশিয়ায় মারিয়ট ইন্টারন্যাশনালের প্রথম বাংলাদেশি জেনারেল ম্যানেজার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, আন্তর্জাতিক হসপিটালিটি খাতে মিস্টার আল আমিন ১৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন। বিভিন্ন আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডে অপারেশন এবং অতিথি অভিজ্ঞতা পরিচালনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন তিনি। মারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে তার সম্পর্ক সাত বছরেরও বেশি সময় ধরে চলমান। হোটেলটি তার নেতৃত্বে উজ্জ্বল ভবিষ্যৎ এবং অসাধারণ সাফল্যের প্রত্যাশা করছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এর সৌজন্যে

