বাংলাদেশি ফ্যাশন লেবেল আমি ঢাকার সঙ্গে বি হিয়ার নাউ-এর কোলাবোরেশনে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ একটি ফ্যাশন ইভেন্ট। যার শিরোনাম ছিল ‘স্টোরি উইভেন ইন গোল্ড’। স্থান সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ি। সেখানে একটি এক্সক্লুসিভ রানওয়ে শোয়ের আয়োজন করা হয়।

এই স্থানকে বেছে নেওয়ার কারণ, বাংলাদেশের সাংস্কৃতিক ও স্থাপত্যিক ঐতিহ্যের এক নিদর্শন এটি। এই শোতে আমি ঢাকার সর্বশেষ সংগ্রহ ফ্যাশনিস্তাদের সামনে উপস্থাপন করা হয়। ব্র্যান্ডটির ফ্যাশনের ভবিষ্যৎ নিয়ে এসব কাজ দারুণভাবে দর্শকনন্দিত হয়েছে।

পুরো কালেকশন সাজানো হয়েছিল পাঁচ ভাগে। পুনর্জন্ম, নদীর ডাক, ঐতিহ্য, নিশির নগর এবং চির শাড়ি– এই পাঁচ অধ্যায়ে ফ্যাশন ব্র্যান্ডটির নকশা করা পোশাক সামনে আসে।

ডিজাইনার ওয়্যারগুলোতে রানওয়ে মাতিয়েছেন মডেল তানজিয়া মিথিলা, রুনা খান, জেসিয়া ইসলামসহ বেশ কয়েকজন। ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল ক্যানভাস ম্যাগাজিন।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: আমি ঢাকা’র সৌজন্যে

