‘অ্যাডোলেসেন্স’। কিশোর অপরাধ ঘিরে লোমহর্ষক কাহিনি। ব্রিটিশ মিনি সিরিজ। গত বছরের মার্চ মাসে নেটফ্লিক্সে মুক্তিলাভের পরই তুমুল আলোচনায়। টেলিভিশন ইন্ডাস্ট্রির মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এবারের সংস্করণে রীতিমতো ঝড় তুলেছে সিরিজটি। জিতে নিয়েছে ছয়টি পুরস্কার। যার মধ্যে সাপোর্টিং অ্যাকটর ইন আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ ক্যাটাগরিতে পুরস্কার জিতে এমির ইতিহাসে ১৫ বছর বয়সী ওয়েন কুপার নিজের নাম লিখিয়ে নিয়েছেন অন্যতর উচ্চতায়। তিনিই সর্বকনিষ্ঠ এমি বিজয়ী।

পুরস্কার হাতে টিম ‘অ্যাডোলেসেন্স’
‘অ্যাডোলেসেন্স’-এর বিজয়গাথা
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সময় ভোরবেলা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এতে ‘সাপোর্টিং অ্যাকটর ইন আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ’ ক্যাটাগরির পাশাপাশি আরও পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘অ্যাডোলেসেন্স’।
বেস্ট লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
লিড অ্যাকটর ইন আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: স্টিফেন গ্রাহাম
সাপোর্টিং অ্যাকট্রেস ইন আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: এরিন ডোহার্টি
রাইটিং ফর আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: জ্যাক থর্ন ও স্টিফেন গ্রাহাম
ডিরেক্টিং ফর আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: ফিলিপ ব্যারান্টিনি।

লিড অ্যাকট্রেস ইন আ ড্রামা সিরিজ বিজয়ী ব্রিট লোয়ার
আরও যাদের বিজয়
৭৭তম এমি অ্যাওয়ার্ডসে ‘অ্যাডোলেসেন্স’-এর বাইরে আরও যারা পুরস্কার জিতে নিয়েছে–
বেস্ট ড্রামা সিরিজ: দ্য পিট
লিড অ্যাকটর ইন আ ড্রামা সিরিজ: নোয়া ওয়াইল [দ্য পিট]
বেস্ট কমেডি সিরিজ: দ্য স্টুডিও
টক সিরিজ: দ্য লেট শো উইদ স্টিফেন কলবার্ট
লিড অ্যাকট্রেস ইন আ লিমিটেড অর অ্যান্থলজি সিরিজ: ক্রিস্টিন মিলিয়টি [দ্য পেঙ্গুইন]
রাইটিং ফর আ ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইদ জন অলিভার
ভ্যারাইটি স্পেশাল (লাইভ): এসএনএল ৫০: দ্য অ্যানিভার্সারি স্পেশাল
রাইটিং ফর আ কমেডি সিরিজ: সেথ রজেন, ইভান গোল্ডবার্গ, পিটার হাইক, অ্যালেক্স গ্রেগরি ও ফ্রিডা পেরেজ [দ্য স্টুডিও]
রাইটিং ফর আ ড্রামা সিরিজ: ড্যান গিলরয় [অ্যান্ডর]
স্ক্রিপ্টেড ভ্যারাইটি সিরিজ: লাস্ট উইক টুনাইট উইদ জন অলিভার
ডিরেক্টিং ফর আ ড্রামা সিরিজ: অ্যাডাম র্যান্ডাল [স্লো হর্সেস]
ডিরেক্টিং ফর আ কমেডি সিরিজ: সেথ রজেন [দ্য স্টুডিও]
সাপোর্টিং অ্যাকটর ইন আ কমেডি সিরিজ: জেফ হিলার [সামবডি সামহোয়্যার]
রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম: দ্য ট্রেইটরস
সাপোর্টিং অ্যাকট্রেস ইন আ কমেডি সিরিজ: হানা এইনবাইন্ডার [হ্যাকস]
লিড অ্যাকট্রেস ইন আ ড্রামা সিরিজ: ব্রিট লোয়ার [সেভারেন্স]
সাপোর্টিং অ্যাকটর ইন আ ড্রামা সিরিজ: ট্রামেল টিলম্যান [সেভারেন্স]
সাপোর্টিং অ্যাকট্রেস ইন আ ড্রামা সিরিজ: ক্যাথরিন লানাসা [দ্য পিট]
লিড অ্যাকট্রেস ইন আ কমেডি সিরিজ: জিন স্মার্ট [হ্যাকস]
লিড অ্যাকটর ইন আ কমেডি সিরিজ: সেথ রজেন [দ্য স্টুডিও]
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

