skip to Main Content
ভারগো শরৎ ও পূজা কালেকশন

ফ্যাশন সব সময় পরিবর্তনশীল। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ট্রেন্ডি ও ইউনিক কালেকশন নিয়ে আসে ‘ভারগো’। প্রতি সিজনেই ব্র্যান্ডটি তার সেরা স্টাইল তুলে ধরে; এবারের শরৎ ও পূজার আয়োজনও তার ব্যতিক্রম নয়। আরাম ও স্টাইলের নিখুঁত সমন্বয়ে তৈরি এই কালেকশন গ্রাহককে করবে মুগ্ধ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও বলা হয়, উৎসবমুখর ও আভিজাত্যপূর্ণ স্টাইল সব সময়ই ব্র্যান্ডটির বিশেষত্ব। বিশেষ করে পূজা ও শরতের জন্য আনা কালেকশনগুলোতে পাওয়া যায় নরম, ঝলমলে ফ্যাব্রিক, সূক্ষ্ম এমব্রয়ডারি স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, সাবলিশন প্রিন্ট আর আধুনিক ডিজাইনের সমন্বয়। প্রতিটি পোশাক যেন একেকটি উৎসবের অনুপ্রেরণা।

২০২৫ সালের ফলের কালার প্যালেটেও আছে নানা চমক। যেমন থিম: গোল্ডেন অরা (ফেস্টিভ গ্ল্যামার); ব্র্যান্ড ইমপ্রেশন: উৎসবমুখর, উষ্ণ ও আমন্ত্রণমূলক; ভিজ্যুয়াল ইন্সপিরেশন: সোনালি আলো, ঝলমলে কাপড়, সূক্ষ্ম নকশা, আভিজাত্যপূর্ণ লুক; কালার টোন: ফেস্টিভ গোল্ড, রিচ মেরুন, জেম টোন, সফট গ্লিটার শেড; স্টাইল: লাল, সাদা, মেরুন টোনে এমব্রয়ডারি টিউনিক, কুর্তা ও শার্ট; কটন-সিল্ক ব্লেন্ড ফ্যাব্রিক।

পুরুষদের জন্য আভিজাত্য

শরতের মৌসুমে স্টাইল আর আভিজাত্যের নিখুঁত সমন্বয় নিয়ে এসেছে পুরুষদের জন্য ভারগোর বিশেষ কালেকশন। এখানে আছে এমন সব পোশাক, যা একদিকে আরামদায়ক, আবার অন্যদিকে লুককে দেবে এক্সক্লুসিভ স্টেটমেন্ট।

কালেকশনে রয়েছে স্টাইলিশ পাঞ্জাবি, ফর্মাল ও ক্যাজুয়াল শার্ট। উৎসবের দিনে পাঞ্জাবি থেকে শুরু করে অফিস বা আড্ডার জন্য ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, সবই থাকছে নতুনত্বে ভরপুর ডিজাইনে। প্রিমিয়াম ফেব্রিক কালেকশনে স্প্যানডেক্স, ব্যাম্বু কটন ও জ্যাকার্ড কাপড়ে তৈরি প্রতিটি পোশাক শুধু আরামদায়কই নয়; বরং স্টাইলেও আনবে পরিপূর্ণতা। ট্রেন্ডি ডিজাইন পেয়েছে গুরুত্ব। ফ্যাশনে যোগ হয়েছে বৈচিত্র্য– স্ট্রাইপ, চেক থেকে শুরু করে ফ্লোরাল শার্ট, যা এনে দেবে আধুনিক ও ট্রেন্ডি লুক।

আরাম ও স্টাইলের জোটে ডে-টু-ডে স্টাইলের জন্য থাকছে সুইফট শার্ট, রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট ও হাই-কোয়ালিটি ডেনিম। প্রতিটি পোশাক তৈরি হয়েছে এমনভাবে, যাতে আরাম ও আভিজাত্য একসঙ্গে উপভোগ করা যায়।

নারীদের জন্য এক্সক্লুসিভ

শরতের কোমল হাওয়া আর পূজার আনন্দ যেন নারীদের সাজে আনে নতুন মাত্রা। উৎসব মানেই নিজেকে নতুনভাবে উপস্থাপন করা, আর সেই মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে ব্র্যান্ডটি সাজিয়েছে নারীদের জন্য এক্সক্লুসিভ কালেকশন।এখানে রয়েছে ঐতিহ্যের আভিজাত্য আর আধুনিক ফ্যাশনের স্টাইলিশ ছোঁয়া, যা একসঙ্গে এনে দেবে সৌন্দর্য, আরাম আর আত্মবিশ্বাসের নিখুঁত সমন্বয়।

প্রতিটি পোশাকে রং, ডিজাইন ও ফ্যাব্রিকের সৃজনশীল মিশ্রণ ব্যবহারকারীকে করে তুলবে উৎসবের সবার সেরা! শরৎ আর পূজার উৎসব মানেই নতুন সাজে নিজেকে উপস্থাপন করা। এই মৌসুমে নারীদের জন্য ভারগো নিয়ে এসেছে এক্সক্লুসিভ কালেকশন, যেখানে আছে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ সমন্বয়।

কালেকশনে থাকছে টিউনিক। শরৎ আর পূজার ফ্যাশনে এটি সব সময়ই সবচেয়ে জনপ্রিয়। রঙিন প্রিন্ট, সফট ফ্যাব্রিক আর ইউনিক কাটে তৈরি প্রতিটি টিউনিক ক্যাজুয়াল লুককে করবে আরও স্টাইলিশ। জিন্স, পালাজো বা লেগিংসের সঙ্গে সহজেই মানিয়ে যাবে এই কালেকশন।

আরও আছে থ্রি-পিস। ঐতিহ্যের আভিজাত্য আর আধুনিক ডিজাইনের সেরা সমন্বয়ে। কটন, জর্জেট ও সিল্কের কোমল ছোঁয়ায় তৈরি এই পোশাকগুলো শুধু আরামদায়কই নয়, উৎসবের দিনকে করে তুলবে আরও গ্ল্যামারাস।

স্টাইলিশ ও ভিন্নধর্মী কাটে তৈরি কুর্তি ফেস্টিভ লুককে এনে দেবে নতুন রূপ। সূক্ষ্ম এমব্রয়ডারি প্রিন্ট, পিনটাক ও গ্যাদার প্যাটার্নে সাজানো কুর্তিগুলো হবে অফিস, আড্ডা কিংবা উৎসব– সব জায়গার জন্য আদর্শ পছন্দ।

আছে আউটারওয়্যার। শরতের হালকা ঠাণ্ডায় যোগ করবে সাজে নতুন মাত্রা। জ্যাকেট, কোট বা লং লেয়ার স্টাইল– প্রতিটি ডিজাইন দেবে একসঙ্গে আরাম আর ফ্যাশনের পরিপূর্ণতা।

নারীদের ক্যাজুয়াল ও ফেস্টিভ স্টাইলের জন্য রাখা হয়েছে এক্সক্লুসিভ ওয়েস্টার্ন ও ফিউশন টপস। রঙিন ডিজাইন, ইউনিক স্লিভ কাট আর পিনটাক ও গ্যাদার প্যাটার্নে সাজানো প্রতিটি টপস একেবারেই মডার্ন ও ট্রেন্ডি লুক এনে দিতে প্রস্তুত। জিন্স, স্কার্ট বা পালাজোর সঙ্গে সহজেই মানিয়ে যাবে এই কালেকশন।

মিলবে টু-পিস সেটও। স্টাইলিশ অথচ আরামদায়ক লুকের জন্য। কটন, জর্জেট, অর্গানজা ও সিল্কে তৈরি এই সেটগুলো একসঙ্গে নিয়ে আসে এলিগেন্স ও কমফোর্ট। অফিস, আড্ডা কিংবা ফেস্টিভ যেকোনো উপলক্ষ্যে এই টু-পিস লুকে যোগ করবে নতুন মাত্রা।

প্রতিটি পোশাকেই রয়েছে এলিগেন্স, কমফোর্ট এবং ফ্যাশন-ফরোয়ার্ড ডিজাইনের নিখুঁত সমন্বয়, যা শরৎ ও পূজার ফ্যাশনকে করে তুলবে আরও রঙিন ও বিশেষ।

শিশুদের জন্য রঙিন দুনিয়া

শিশুর হাসির মতোই উজ্জ্বল আর রঙিন ডিজাইনে সাজানো হয়েছে শিশুদের বিশেষ কালেকশন। এতে থাকছে গার্লস কুর্তি।
শিশুদের জন্য রঙিন ও আরামদায়ক গার্লস কুর্তিগুলো কটন, ভিসকস ও জর্জেট ফ্যাব্রিকে তৈরি; এগুলো হালকা, ব্রিদেবল ও স্টাইলিশ, যা পরলে ছোট্ট রাজকন্যারা সহজেই আরাম পাবে। উজ্জ্বল রং আর নরম ফিনিশিং শিশুর লুককে করে তুলবে আরও মিষ্টি ও কিউট।

রয়েছে ফ্রক ও স্কার্ট। শিশুদের সবচেয়ে প্রিয় পোশাকের মধ্যে এ দুটি সব সময়ই আলাদা জায়গা দখল করে। চেরি জর্জেট, অর্গানজা ও কটনে তৈরি ভারগোর ফ্রক ও স্কার্ট কালেকশন উৎসবের জন্য একেবারে পারফেক্ট। হালকা ফ্লেয়ার, লেয়ারড ডিজাইন আর রঙিন প্যাটার্ন ছোট্টদের সাজকে এনে দেবে উৎসবমুখর উচ্ছ্বাস।

ঐতিহ্যের ছোঁয়া চাইলে ছোটদের জন্য সালোয়ার কামিজ হতে পারে সেরা পছন্দ। সিল্ক, কটন-ভিসকস ও অর্গানজা ফ্যাব্রিকে তৈরি ব্র্যান্ডটির সালোয়ার কামিজ কালেকশন একই সঙ্গে আরামদায়ক ও আভিজাত্যপূর্ণ। হালকা এমব্রয়ডারি আর উজ্জ্বল রং শিশুর সাজে দেবে উৎসবের স্টেটমেন্ট লুক।

দিনের আড্ডা বা উৎসবের সাজ– দুই ক্ষেত্রেই টিউনিক ও টপস শিশুদের জন্য একেবারে পারফেক্ট। ভিসকস, জর্জেট ও কটনে তৈরি এই পোশাকগুলোতে আছে ট্রেন্ডি কাট, ইউনিক স্লিভ ডিজাইন আর ফ্রেশ কালার কম্বিনেশন। আরাম ও স্টাইলের নিখুঁত মিশ্রণ হিসেবে এগুলো শিশুদের প্রতিদিনের সাজে আনবে ভিন্ন মাত্রা।

মা-মেয়ের জন্য আকর্ষণীয় ম্যাচিং কম্বো

মায়ের সঙ্গে একই রং আর ডিজাইনের পোশাক পরে সাজতে কে না চায়? ব্র্যান্ডটির মা-মেয়ের ম্যাচিং কম্বো কালেকশন সেই স্বপ্নকেই সত্যি করবে। কটন, জর্জেট, সিল্ক ও চেরি জর্জেটে তৈরি এই কম্বো সেটগুলোতে আছে উৎসবের আভিজাত্য ও ভালোবাসার বন্ধন। একসঙ্গে সাজলে মা-মেয়ের লুক হয়ে উঠবে আরও স্মরণীয় ও স্টাইলিশ।

এই কালেকশন পাওয়া যাচ্ছে ভারগোর সকল আউটলেটে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ভারগো’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top