skip to Main Content
স্টার সিনেপ্লেক্সে ‘চেইনসো ম্যান’

জাপানি অ্যানিমে সিরিজের চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ রীতিমত রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে ১০ বিলিয়ন ডলার। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশের দর্শকেরাও দারুণভাবে গ্রহণ করেছেন ছবিটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর ব্যাপক সাড়া দেখা গেছে।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান– দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনসো ম্যানের ওপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তির পর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫)। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং আত্মপরিচয় নিয়ে লড়াইয়ের গল্প, যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগৎ। একদিকে রেজের দায়িত্ব, অন্যদিকে তার আবেগ– এই দুইয়ের মধ্যে সে আটকে পড়ে। শেষে যখন ডেনজি তার আসল পরিচয় জেনে ফেলে, তখন শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। চেইনসো ম্যান হয়ে ডেনজি দানবশিকারি সংস্থায় যুক্ত হয়। এরপরই তার জীবনে প্রবেশ করে রেজ নামক রহস্যময় এক নারী, যে ক্যাফেতে কাজ করে।

প্রথম দিকে গল্পটা একটু রোমান্টিক পথ ধরে এগিয়ে যায়। ডেনজির মধ্যে স্বাভাবিক জীবনের স্বপ্ন আসতে শুরু করে। তবে ধীরে ধীরে যা শুরু হয়েছিল একটু রোমান্টিক ভাবনায়, একসময় তা মোড় নেয় বিপর্যয়ের দিকে। রেজের আসল পরিচয়, তার ক্ষমতা, ধ্বংসাত্মক উদ্দেশ্য সবই সামনে আসে। এই আর্ক মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা এবং বিশাল এক যুদ্ধের উপাদান নিয়ে হাঁটে। ডেনজির মানুষ হিসেবে থাকা, দানব হাওয়ার স্বপ্ন, ভালোবাসা ও বিরোধী শক্তির মুখোমুখি– এই সব থিম এখানে মিশে রয়েছে।

বাংলাদেশের অনেক দর্শক অগ্রীম টিকেটের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে কিছু কিছু দৃশ্যের জন্য শিশু-কিশোরদের ছবিটি দেখা থেকে বিরত থাকার কথাও বলা হচ্ছে।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top