দেশের ‘নাম্বার ওয়ান’ স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা জিতে নিল সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড। দেশের স্যানিটারিওয়্যার ইন্ডাস্ট্রিতে এটিই প্রথম কোনো ব্র্যান্ডের এই স্বীকৃতি অর্জন।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে অনুষ্ঠিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬-এর গালা আয়োজনে ব্র্যান্ডটিকে এ স্বীকৃতি দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে ব্র্যান্ডটির অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়, ‘স্টেলা এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম স্যানিটারিওয়্যার সুপারব্র্যান্ড! এই পদক স্রেফ কোনো প্রতীকের চেয়ে অনেক বেশি কিছু। আমাদের যাত্রাপথে আপনাদের (তথা গ্রাহকদের) আস্থা, সমর্থন ও বিশ্বাসের প্রতিফলন এটি।’
এ উপলক্ষে অ্যাওয়ার্ড হাতে নিয়ে তোলা ছবি ব্র্যান্ডটির ফেসবুক পেজে পোস্ট করে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেন, ‘স্টেলার লাইফস্টাইল অ্যাম্বাসেডর হিসেবে আমি এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ আনন্দিত, যেটি প্রতিটি বাড়িতে সুরুচিপূর্ণতা, পরিশীলিততা ও আস্থাকে মূর্ত করে তোলে। আজ বাংলাদেশের প্রথম স্যানিটারিওয়্যার সুপারব্র্যান্ড হিসেবে আরও বেশি আলো ছড়াল স্টেলা।’
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

