বুলেটিন
শার্লট টিলবারি হলিডে ক্যাম্পেইনে সেলিন ডিয়ন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডিয়ান গায়িকা সেলিন ডিয়নকে ব্রিটিশ মেকআপ ব্র্যান্ড শার্লট টিলবারি তাদের হলিডে ২০২৫ ক্যাম্পেইন স্টার কনফিডেন্সের ফেস নির্বাচন করেছে। এতে দেখানো হয়েছে তার ২০০২ সালের হিট গান আই অ্যাম অ্যালাইভের একটি প্রাণবন্ত পারফরম্যান্স। প্ল্যানেট স্টার কনফিডেন্স এই ক্যাম্পেইনের থিম। ডিয়ন এই আয়োজনে তার প্রিয় শার্লট টিলবারি পণ্যগুলোকে হাইলাইট করেছেন। যেমন হলিউড ইনস্ট্যান্ট লুক ইন প্যালেট এবং কিসিং লিপস্টিক। এর সঙ্গে আরও ছিল লিপ লাইনার আইকন বেবি। হলিডে লুকের জন্য এসব পণ্য একদম পারফেক্ট।
ববি ব্রাউনের গ্লোবাল অ্যাম্বাসেডর সারা ফোস্টার
আমেরিকান অভিনেত্রী ও ফ্যাশন আইকন সারা ফোস্টারকে গ্লোবাল অ্যাম্বাসেডর ঘোষণা করেছে আমেরিকান বিউটি ব্র্যান্ড ববি ব্রাউন। ব্র্যান্ডটির নতুন ক্যাম্পেইন এফোর্টলেসলি পুট টুগেদারের। এই ক্যাম্পেইনের ফেস হিসেবে ব্র্যান্ডটির সঙ্গে থাকবেন সারা। এই উদ্যোগে হাইলাইট করা হয়েছে তিনটি প্রধান পণ্য—লং-ওয়্যার ক্রিম শ্যাডো স্টিক, স্কিন কারেক্টার স্টিক এবং এক্সট্রা প্লাম্প লিপ সেরাম। নিত্যদিনের প্রয়োজনে আত্মবিশ্বাস তৈরিতে এগুলো ভূমিকা রাখে। বলা বাহুল্য, বহুমুখী স্টাইলের জন্য সারা ফোস্টার দর্শকদের কাছে বিশেষ পছন্দের। এই ক্যাম্পেইনের মূল বার্তা—সৌন্দর্য জটিল নয়; যা সারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফ্লোরমার এবার মিরপুর ও নারায়ণগঞ্জে
ইন্টারন্যাশনাল মেকআপ ব্র্যান্ড ফ্লোরমার ঢাকার মিরপুর ২ এবং নারায়ণগঞ্জে যাত্রা শুরু করেছে। গ্র্যান্ড ওপেনিংয়ে ছিল রঙিন আয়োজন। ইনফ্লুয়েন্সার গ্যাদারিং ইভেন্ট ছিল সেটি। ফ্ল্যাট ৩০% ডিসকাউন্ট এবং নানা ধরনের অফলাইন প্রমোশন আয়োজন করা হয় এ উপলক্ষে। ব্র্যান্ডটি বিশ্বাস করে, মেকআপ মানে শুধু সাজ নয়, এটি নিজের ভেতরের আনন্দকে বাইরে প্রকাশ করার এক বিশেষ উপায়। নতুন এই আউটলেটগুলোর লক্ষ্যও সেটিই। কাছ থেকে সবার হাতে রঙের ছোঁয়া পৌঁছে দেওয়া। নতুন শাখা দুটির ঠিকানা—মিরপুর শপিং সেন্টার, শপ ১৪১, গ্রাউন্ড ফ্লোর, মিরপুর ২, ঢাকা এবং শপ ১১১, গ্রাউন্ড ফ্লোর, আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্স, নারায়ণগঞ্জ।
ল’রিয়েলের অধিগ্রহণে কেরিং বিউটি
লাক্সারি মার্কেটে বিস্তারের উদ্দেশ্যে ফরাসি বিউটি ব্র্যান্ড ল’রিয়েল অধিগ্রহণ করেছে আরেক ফরাসি ব্র্যান্ড কেরিংয়ের বিউটি ডিভিশন। ৪ বিলিয়ন ইউরো মূল্যে এই চুক্তি হয়। এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্তে অন্তর্ভুক্ত রয়েছে লাক্সারি ফ্রাগরেন্স ব্র্যান্ড ক্রিড এবং ল’রিয়েলকে দেওয়া হয়েছে গুচি, বোটেগা ভেনেটা ও ব্যালেন্সিয়াগার জন্য ৫০ বছরের লাইসেন্স; যা তাদের বিউটি পণ্য বিকাশ ও বিতরণের সুযোগ দিচ্ছে। এই পদক্ষেপ ল’রিয়েলের হাই-এন্ড বিউটি মার্কেটে অবস্থানকে শক্তিশালী এবং লাক্সারি পোর্টফোলিও বড় করবে। চুক্তিটি আগামী বছরের প্রথমার্ধে সম্পন্ন হবে, যা কোম্পানির দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
