skip to Main Content

কুন্তলকাহন I শাওয়ার টু শাদি

বিয়ের কনের চুল নিয়ে আগ্রহ চিরন্তন। তাই কেমন করে চুল বাঁধা হবে, তা নিয়ে ভাবনার পালকি চলে বহু আগে থেকে। কখনো খোঁপা, কখনো খোলা, কখনো বেণি, কখনো চুলে হাজার রকম নকশা। কিন্তু সবকিছুর আগে চাই শতভাগ পরিষ্কার চুল। লিখেছেন আরফাতুন নাবিলা

বিয়ে মানেই শুধু পোশাক, গয়না বা মেকআপের খোঁজ নয়। ওয়েডিং হেয়ারস্টাইলের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ব্রেইডেড বান, হাফ আপ হাফ ডাউন, সফট কার্লস, স্লিক, মেসি বা ইনট্রিকেট ব্রেইডেড লো বান, পোশাক ও মুখের আকারের সঙ্গে কোনটা মানাবে, তা নিয়ে ভাবনা অনেক দিন আগেই শুরু হয়। এর সঙ্গে একটি সাধারণ কনফ্লিক্টও থাকে। চুলে শ্যাম্পু কবে করা হবে! ঠিক বিয়ের দিনটাতেই, নাকি তার আগের দিন?
সেকেন্ড ডে নাকি ফার্স্ট ডে হেয়ার
সাসপেন্স তৈরি না করে এককথাতেই হোক উত্তর। হেয়ারস্টাইলিস্টদের মতে, ব্রাইডাল হেয়ারস্টাইলের জন্য পরিষ্কার চুলই সবচেয়ে ভালো। কারণ, পরিষ্কার চুল ফ্রেশ ক্যানভাসের মতো কাজ করে। যদি চুল পরিষ্কার না থাকে, তবে অয়েল বেশি প্রোডিউস হয় এবং হেয়ার স্ট্র্যান্ডে প্রোডাক্টের বিল্ডআপ ঘটে। এতে স্টাইলিং করা কঠিন হয়ে পড়ে, চুল ভারী হয়ে যায়, আর প্যাটার্ন বা কার্ল ঠিকভাবে ধরে না। বিয়ের দিন সকালে চুল ধোয়া যেতে পারে, তবে হেয়ারস্টাইলের সময় পুরোপুরি শুকনো থাকা জরুরি। তাই অনেকে বিয়ের আগের রাতে চুল ধোয়ার পরামর্শ দেন। এতে স্ক্যাল্পে তেল ও ময়লা কম থাকে এবং চুল স্টাইল করা সহজ হয়। তবে রাতে ঘুমানোর সময় চুলে অতিরিক্ত কিছু ব্যবহার না করা মঙ্গল। নয়তো স্ক্যাল্পে বিল্ডআপ তৈরি হতে এবং চুল রুক্ষ হয়ে যেতে পারে, যা গুরুত্বপূর্ণ দিনে সমস্যা বাধাবে।
হেয়ারস্টাইল নির্বাচনে চুলের ধরনও গুরুত্বপূর্ণ। ঘন ও মোটা চুলে কিছুটা অয়েল থাকা স্বাভাবিক এবং এতে টেক্সচার আসে। তাই একেবারে পরিষ্কার না করেও আপডো বা কমপ্লেক্স স্টাইল করা যায়। পাতলা চুলের জন্য পরিষ্কার চুল সর্বোত্তম। যদি গ্ল্যাম ওয়েভ বা খোলা চুলের স্টাইল করতে চান, পরিষ্কার চুলে কাজ করা সবচেয়ে সহজ।
ওয়াশ রেডি
পুরোনো একটি ট্রেন্ডে বলা হতো, বিয়ের দিন সকালে চুল ধোয়া জরুরি নয়। তবে বর্তমানে, নিজের সৌন্দর্য প্রকাশে সচেতনতার কারণে, স্টাইল ঠিকভাবে করার জন্য পরিষ্কার চুল অপরিহার্য। বিয়ের আগে প্যাক, তেল বা কন্ডিশনার ব্যবহার করলে চুল ভারী এবং স্টাইলিং কঠিন হয়। বেশির ভাগ ব্রাইডই চুলে ভলিউম চান। পরিষ্কার চুল সহজে যেকোনোভাবে বাঁধা সম্ভব। কিন্তু চুল ময়লায় ভারী হলে সুন্দর মুভমেন্ট আসে না। পরিষ্কার চুলে যেকোনো স্টাইল প্রোডাক্ট আরও ভালোভাবে কাজ করে এবং চুলে প্যাটার্ন ধরে। চুল পরিষ্কার থাকলে হেয়ারস্টাইলিস্টরা যেকোনো স্টাইল করতে পারেন। ডার্টি হেয়ারও ক্যানভাস; তবে এতে ময়লা ও অয়েল জমে থাকে, যা চুলে স্টাইলের সময় সমস্যা তৈরি করে। অন্যদিকে, ফ্রেশ ক্যানভাসের মতো চুলে স্টাইল করলে প্যাটার্ন, কার্ল ও ভলিউম সুন্দরভাবে ফুটে ওঠে।
আজকাল বাজারে বিভিন্ন হেয়ারস্টাইল প্রোডাক্ট আছে। এগুলোর মধ্যে ড্রাই শ্যাম্পুর কথা উল্লেখ না করলেই নয়। তবে পরিষ্কার চুলে যে স্বাভাবিক সজীব অনুভূতি আসে, তা প্রোডাক্ট দিয়েও আনা যায় না। চুলে হালকা টেক্সচার অ্যাড করতে চাইলে কিছুটা স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করা যেতে পারে। কিন্তু মূল বিষয় হলো, কোনো প্রোডাক্ট কার্যকরভাবে কাজ করতে পারে তখনই, যখন চুল পরিষ্কার থাকে।
ক্লিন ক্যানভাস
চুল ধোয়ার সময় ময়শ্চারাইজিং শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। হালকা, সালফেট-ফ্রি শ্যাম্পু চুলের জন্য ভালো। তারপর হালকা কন্ডিশনার ব্যবহার করলে উপকার মিলবে। তবে তা স্ক্যাল্পে ব্যবহার করা যাবে না। চুলের শেষ থেকে মধ্যবর্তী স্থান অবধিই সীমানা। পরিষ্কার চুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সম্পূর্ণ শুকানো অবস্থা। বিয়ের দিন সকালে ধোয়ার চেয়ে আগের রাতে ধোয়া ভালো, যাতে পর্যাপ্ত সময় ধরে চুল শুকায়।
বিয়ের দিন ব্রাইডাল হেয়ারস্টাইল যেন নিখুঁত হয়, তার জন্য পরিষ্কার চুল অপরিহার্য। এটি ফ্রেশ ক্যানভাসের মতো কাজ করে, প্যাটার্ন ধরে, ভলিউম ও মুভমেন্ট দেয় এবং হেয়ারস্টাইলিস্টের কাজ সহজ করে তোলে। চুল পরিষ্কার রাখার সঠিক সময়, ধরন ও স্টাইলের পরামর্শ নেওয়া যেতে পারে হেয়ারস্টাইলিস্টের কাছ থেকে। কারণ, শেষ পর্যন্ত পরিষ্কার চুলই হবে আত্মবিশ্বাসী বিয়ের লুকের মূল চাবিকাঠি।

মডেল: প্রতীতি
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: রিলাস
জুয়েলারি: গ্লুড টুগেদার
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top