skip to Main Content
পাওয়ার অব শির সচেতনতামূলক আয়োজন

হাজারের বেশি নারী উদ্যোক্তার গ্রুপ পাওয়ার অব শি। নারীদের এগিয়ে নিতে নিয়মিত নানা আয়োজন নিয়মিত করে। তারই ধারাবাহিকতায় এবার পিসিওএস ও স্তন ক্যানসার সচেতনতা বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

সম্প্রতি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে পাওয়ার অব শির চেয়ারম্যান সাবিনা স্যাবি বলেন, ‘নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা তৈরি সময়ের দাবি। পিসিওএস ও স্তন ক্যানসার সম্পর্কে জানার পাশাপাশি প্রতিরোধের পথও জানতে হবে।’

আয়োজনে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ) ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ শারমিন আব্বাসি, বাংলাদেশ স্ত্রীরোগ ও প্রসূতিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি প্রফেসর রওশান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: পাওয়ার অব শি’র সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top