skip to Main Content
অ্যাপ ডেভেলপারদের সুবিধায় ব্র্যাক ব্যাংক-রবি অংশীদারত্ব

বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের বিটুবি অ্যাপ ডেভেলপারদের ডিজিটাল ফাইন্যান্সিং সুবিধা দেওয়ার লক্ষ্যে রবি আজিয়াটা পিএলসি-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়ন সুবিধা দেশের ডিজিটাল উদ্ভাবনের গতি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে প্রতিষ্ঠান দুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই চুক্তির আওতায় উদীয়মান বিটুবি ডেভেলপারদের এসএমই ডিজিটাল মাইক্রোলোন প্রদান করবে ব্র্যাক ব্যাংক, যা তাদের বাণিজ্যিকভাবে প্রযুক্তি সল্যুশন তৈরি ও উদ্যোগ সম্প্রসারণে সহায়তা করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

‘বিডি অ্যাপস’ হলো রবি আজিয়াটার ডিজিটাল অ্যাপ্লিকেশন মার্কেটপ্লেস, যেখানে ডেভেলপার ও কন্টেন্ট ক্রিয়েটররা তাদের অ্যাপ ও কন্টেন্ট শেয়ারের মাধ্যমে আয়ের সুযোগ পান। এই প্ল্যাটফর্মে রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই ব্যবহার করা হয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ও জাভাভিত্তিক অ্যাপ পাবলিকেশনের সুবিধা রয়েছে প্ল্যাটফর্মটিতে। ভবিষ্যতে উইন্ডোজসহ অন্যান্য অপারেটিং সিস্টেমেভিত্তিক অ্যাপ পাবলিকেশনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

২৯ অক্টোবর ২০২৫, ঢাকায় রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার (মার্কেট অপারেশন) শিহাব আহমাদ। এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো প্রযুক্তি, ডেটা-ড্রিভেন ইনসাইট এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা। ঋণ সহায়তার পাশাপাশি ব্র্যাক ব্যাংক ও রবি আজিয়াটা বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের অ্যাপ ডেভেলপারদের জন্য নতুন ফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরি, সতর্কতা ও প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি তাদের গ্রাহকদের কাছে একে অন্যের প্রপোজিশন তুলে ধরবে।

এমএসএমই সেগমেন্টকে প্রযুক্তিসক্ষম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সহায়তার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এলিজিবল বিডিঅ্যাপস ডেভেলপারদের সরকারি নীতিমালার ভিত্তিতে ব্যাংকিং সুবিধা প্রদান করবে। পাইলট পর্যায়ে প্রায় ৫০০ সম্ভাবনাময় ডেভেলপারদের এই অর্থায়ন সুবিধা দেওয়া হবে।

ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘এই অংশীদারত্ব অ্যাপ ডেভেলপারদের তাদের উদ্ভাবনী চিন্তাভবনা বাণিজ্যিক সমাধানে রূপান্তর করতে সহায়তা করবে। রবির টেক-প্ল্যাটফর্ম ও ব্র্যাক ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিং সুবিধার সমন্বয়ে আমরা তাদের অর্থায়ন প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তা খাতে নতুন দিগন্ত উন্মোচন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই যৌথ প্রচেষ্টা দেশে উদ্ভাবন ত্বরান্বিত এবং প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, কাস্টমার ভ্যালু সল্যুশনসের ডিরেক্টর মানিক লাল দাস এবং ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার শফিক শামসুর রাজ্জাক। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন এবং হেড অব স্মল (সাউথ), কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস নজরুল ইসলাম।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top