যদিও ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের চলতি বছরের ‘ফ্যাশন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর ২০২৫; তবু ইতিমধ্যে ‘মডেল অব দ্য ইয়ার’-এর নাম ঘোষণা করেছে সংস্থাটি। গেল বুধবার (৫ নভেম্বর ২০২৫) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তা জানিয়ে দেয় ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল। আর তাতে নিশ্চিত হয়ে যায়, বর্ষসেরা মডেলের মর্যাদাপূর্ণ মুকুট মাথায় উঠতে যাচ্ছে সুদানিজ-আমেরিকান মডেল আনোক ইয়াইয়ের।

স্প্রিং/সামার ২০২৬ ফ্যাশন মান্থে দাপুটে পারফরম্যান্স তো বটেই, সঙ্গে গেল ১২ মাসে ফেরাগ্যামো, কপের্নি অ্যান্ড হুগো বস, রাফ লরেন, ফেন্ডি, ভিটেমেন্টস অ্যান্ড মেসিকিয়ার পাশাপাশি সেন্ট লরেন, মাগলার, টম ফোর্ড, ক্যালভিন ক্লেইন, শ্যানেলসহ বেশকিছু নামিদামি ফ্যাশন ব্র্যান্ডের রানওয়ের ক্যাটওয়াকে ২৭ বছর বয়সী এই মডেলের জোরালো উপস্থিতি বিবেচনায় নিয়েছে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল।

‘মডেল অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য সাধারণত মূল আয়োজনের আগে মনোনীত পাঁচ মডেলের নাম প্রকাশ করা হলেও সংস্থাটি এবার সেই রোমাঞ্চ জিইয়ে রাখেনি; বরং মাসখানেক আগেই জানিয়ে দিয়েছে বিজয়ীর নাম। ইয়াইকে বেছে নেওয়ার নেপথ্যে ফ্যাশন অ্যাওয়ার্ডের জুরি বোর্ড একমত হওয়ায় এবার এমন ব্যতিক্রম ঘটল।

বলে রাখা ভালো, এই বোর্ডে রয়েছেন ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা লরা ওয়েইর, ব্রিটিশ লাইফস্টাইল ম্যাগাজিন ‘ড্যাজেল’-এর ফ্যাশন ফিচারস ডিরেক্টরস এমা ডেভিডসন, ফটোগ্রাফার ক্যাম্পবেল অ্যাডি, স্টাইলিস্ট কার্লোস নাজারিও, কাস্টিং ডিরেক্টর এমা ম্যাটেল, ‘ড্যাজেল’-এর প্রাক্তন এডিটোরিয়াল ডিরেক্টর ক্যাসিওন মেয়ারস, মুভমেন্ট ডিরেক্টর প্যাট বোগাস্লাফস্কি এবং ‘টেন ম্যাগাজিন’-এর এডিটর-ইন-চিফ সোফিয়া নিওফিতো-অ্যাপোস্তোলো।

সহিংসতার কারণে সুদান থেকে মিসরে পালিয়ে আসা পরিবারে ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আনোক ইয়াই। নাওমি ক্যাম্পবেলের পর তিনিই ব্র্যান্ড প্রাদার কোনো শো ওপেন করা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ সুপারমডেল। ‘ভোগ’-এর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্করণের প্রচ্ছদমুখ হয়েছেন ইতিমধ্যে। মডেলস ডট কমের জরিপে এ প্রজন্মের অন্যতম ‘নিউ সুপারস’ বিবেচিত হয়েছেন।
- ক্যানভাস অনলাইন
ছবি: ইন্টারনেট

