কিংবদন্তি রকস্টার আজম খানের গড়া ব্যান্ড ‘উচ্চারণ’, আজম খানের পরিবার এবং পাবলিক রিলেশনস অ্যাজেন্সি কুল এক্সপোজারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাজধানীর ধানমন্ডিতে সীমিত পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উচ্চারণ’ ব্যান্ডের সকল সদস্যের পাশাপাশি এর সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে তার কন্যা অরনি খান এবং কুল এক্সপোজারের পক্ষে এর সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তার নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; ‘উচ্চারণ’ ব্যান্ড তার গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ড লিডার দুলাল জোহা বলেন, ‘এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তার গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই।’
‘উচ্চারণ’ ব্যান্ডের বর্তমান লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।
আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ এবং সংশ্লিষ্টদের সৌজন্যে

